ভারতের উত্তর প্রদেশের কানপুরে দাম্পত্য কলহ এক ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। ঝগড়ার একপর্যায়ে স্ত্রী স্বামীর ডান কান কামড়ে ছিঁড়ে ফেলেন। এরপর ঘটনাটি ঘিরে স্বামী-স্ত্রী দুজনেই থানায় একে অপরের বিরুদ্ধে মামলা করেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
খবরে বলা হয়, সোমবার রাতে কানপুরে অমিত সোনকার নামের এক ব্যক্তি ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় তার স্ত্রী সারিকা হঠাৎ ঝগড়া শুরু করে। অমিতের অভিযোগ, প্রথমে তাকে মারধর করা হয়, এরপর দাঁত দিয়ে কান কামড়ে ছিঁড়ে ফেলা হয়। এমনকি ধারালো অস্ত্র দিয়েও আক্রমণ করা হয়েছে বলে দাবি করেন তিনি। বর্তমানে কানে ব্যান্ডেজ করা অবস্থায় থানায় অভিযোগ দায়ের করেছেন অমিত এবং জানিয়েছেন, তিনি আর স্ত্রীর সঙ্গে থাকতে চান না।
অমিত অভিযোগে আরও উল্লেখ করেন, সারিকা তার কাছ থেকে টাকা এবং আলাদা একটি বাড়ি দাবি করছিলেন। তিনি বলেন, “আমি বাজারে সবজি বিক্রি করে সংসার চালাই। এত টাকা কোথায় পাব?”
অপরদিকে, স্ত্রী সারিকা দাবি করেছেন, তিনি বরাবরই স্বামীর নির্যাতনের শিকার হচ্ছেন। তাই তিনি স্বামীর বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন।
পুলিশ জানিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে আগে থেকেই বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল। সেই জটিলতা থেকেই এ ঘটনার সূত্রপাত। উভয়ের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলছে।
আরোও পড়ুনঃ রাজনৈতিক দলগুলো শিগগির ‘জুলাই সনদ’ স্বাক্ষর করবে : ড. ইউনূস
নিউজ ঢাকা 24 সত্য প্রকাশে সাহসী 