রক্তের গ্রুপ এর উপর নির্ভর করে শারীরিক ক্ষমতা

রক্তের গ্রুপ এর উপর অনেকটাই নির্ভর করে কোনো ব্যক্তির শারীরিক ক্ষমতা।

রক্তের গ্রুপের সাহায্য নিয়ে শারীরিক ক্ষমতা আথবা শারীরিক সক্ষমতা পরিমাপ করা যেতে পারে।
অবিশ্বাস্য হলেও সাম্প্রতিক কয়েকটি গবেষণার রিপোর্টে এমনটাই বলে দাবি করেছেন লন্ডনের ইম্পেরিয়াল কলেজের যৌন ওষুধ বিশেষজ্ঞ ডঃ ডেভিড গোল্ডমায়ার।

আমারা জানি সাধারণতই রক্তের গ্রুপ ৮ ধরনের হয়ে থাকে। যেমন: O-, O+, A-, A+, B-, B+, AB-, AB+,

এর মাঝে যাদের রক্তের গ্রুপ A-, A+, B-, B+, আথবা AB-, AB+, তাদের মধ্যে প্রায় বেশির ভাগ মানুষেরই যৌনজীবন সম্পর্কে সচেতন হওয়া উচিত বলে জানান গবেষকরা। এই সব রক্তের গ্রুপ যাদের, তাদের মধ্যে প্রায় বেশির ভাগ মানুষেরই শারীরিক সক্ষমতা আরও বাড়াতে নিয়মিত নিয়ন্ত্রিত ডায়েটের পাশাপাশি শরীরচর্চাও করা প্রয়োজন বলে মনে করে বিশেষজ্ঞরা।
গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী যাদের রক্তের গ্রুপ A-, A+, B-, B+, আথবা AB-, AB+, তাদের মধ্যে প্রায় বেশির ভাগ মানুষেরই যৌন অক্ষমতা বা অনিচ্ছার সমস্যা সবচেয়ে বেশি হয়ে থাকে বলে জানান এই গবেষনায়।

আর এর মাঝে যাদের রক্তের গ্রুপ O- আথবা O+, তাদের মধ্যে এ ধরণের সমস্যা অনেক কম বলে মনে করে গবেষকরা।

প্রায় ১০ হাজার মানুষের রক্ত পরীক্ষার মধ্যে দিয়েই এই তথ্য পাওয়া গেছে বলে জানান গবেষকরা।

রিপোর্ট অনুযায়ী, A-, A+, B-, B+, আথবা AB-, AB+ রক্তের গ্রুপের মানুষের মধ্যে প্রায় বেশির ভাগ মানুষেরই খুব অল্প বয়সেই যৌনতায় অক্ষমতা বা অনিচ্ছা চলে আসে বলে জানান গবেষকরা।

অন্যদিকে O- বা O+ গ্রুপের রক্ত যাদের, তাদের মধ্যে প্রায় বেশির ভাগ মানুষেরই শারীরিক সক্ষমতা অনেকাংশেই বেশি থাকে বলে মনে করে বিশেষজ্ঞরা।

ইফরান নেওয়াজ,নিউজ ঢাকা ২৪

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

কেরানীগঞ্জে শহীদ বুদ্ধিজীবিদের স্বরনে মোমবাতি প্রজ্বলন আলোর মিছিল

ঢাকার কেরানীগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবিদের স্বরনে আলোর …

error: Content is protected !!