দি সাপ্লাই চেইন স্ট্রিট তাদের ম্যাগাজিনের ৭ম সংখ্যার মোড়ক উন্মোচন এবং “কানেক্ট এন্ড ক্রিয়েট : সাসটেনেবল সাপ্লাই চেইন নেটওয়ার্কিং ফর সাকসেস” শিরোনামে একটি জাকজমকপুর্ন ইভেন্ট গতকাল সন্ধ্যায় ঢাকার গুলশানে অবস্থিত অল কমিউনিটি ক্লাবে আয়োজন করে
অনুষ্ঠানে ৮০টির অধিক লোকাল ও মাল্টিন্যাশনাল কোম্পানির সাপ্লাই চেইন প্রোফেশনাল এবং উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ম্যাগাজিন তাদের ৭ম সংখ্যাতে সাসটেনেবল সাপ্লাই চেইন নিয়ে লেখা প্রকাশ করে। অনুষ্ঠানে শুরু হয় ম্যাগাজিনের চীফ এডিটর জনাব মামুন চৌধুরীর বক্তব্য দিয়ে। তিনি ম্যাগাজিনের লক্ষ্য, উদ্দেশ্য এবং ইনোভেশন নিয়ে আলোচনা করেন।
বাটা বাংলাদেশের সাপ্লাই চেইন ডাইরেক্টর জনাব নাবিউল ইসলাম খান বলেন, সাসটেনেবল ব্যাবসার পরিবেশের জন্য অন্যান্য ব্যাবসায়ীদের সাথে আমাদের সহযোগিতাপুর্ন ব্যাবসায়িক সম্পর্ক তৈরী করতে হবে।
ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এডুকেশন এলায়েন্স এর এশিয়া অঞ্চলের সিইও জনাব এজাজুর রহমান উল্লেখ করেন, আমাদের দেশের গার্মেন্টস শিল্পের মেশিনগুলো ৪৫% ভাগের কম ক্যাপাসিটি নিয়ে ব্যবহার করা হয় যা দেশের অর্থনৈতিক উন্নতি তে যথেষ্ট সুযোগ থাকার পরেও সেভাবে রাখতে পারছে না। আমাদের নিজেদের ও ব্যাবসার প্রতি আরো বেশি দায়িত্বশীল হতে হবে। সাসটেনেবল হতে হলে বিজনেস এবং পরিবেশের প্রতি সমানতালে নজর দিতে হবে।
গ্রামীণ ডানোন ফুডের ম্যানেজিং ডাইরেক্টর জনাব দীপেশ নাগ নলেন, সাসটেনেবিলিটি মেনে চলতে গিয়ে আমাদের অনেক ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে কারন আমাদের অনেক এক্সটার্নাল স্টেকহোল্ডারদের কে সাথে নিয়েকাজ করতে হয়।
ইউনিলিভারের সাপ্লাই চেইন ডিরেক্টর জনাব রুহুল কুদ্দুস বলেন, প্লাস্টিক পন্য ব্যবহারের প্রতি নাগরিক হিসাবে আমাদের আরো অনেক সতর্ক হতে হবে এবং টেকসই সমাজের জন্য আমাদের আরো সচেতনতা বাড়াতে হবে, পাশাপাশি রিসাইকেল এবং রি-ইউজের প্রতি গুরুত্ত দিতে হবে ।
অনুষ্ঠানে ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সাথে প্যানেল ডিসকাশন এবং প্রশ্ন উত্তরপর্ব ছিল , যেখানে তারা সাপ্লাই চেইন অপারেশনের বিভিন্ন গুরুত্তপুর্ন দিক তুলে ধরেন। এছাড়াও অতিথিগণ নিজেদের মধ্যে নেটওয়ার্কিং করেন এবং ইন্ডাস্ট্রির ভবিষ্যতের জন্য সহযোগীতামুলক সমাধান নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ছিল কর্নফুলী গ্রুপ/এডভান্টিজ বাংলাদেশ । এছাড়াও গোল্ড স্পন্সর হিসাবে ছিল আস্থা ইলেক্ট্রনিকস , এক্সকুলসিভ পার্টনার-পিএইচপি ফ্যামিলী , নিঊট্রিশন পার্টনার- শক্তি+ (গ্রামীন ডানোন ফুড) , আইসক্রিম পার্টনার- পোলার আইসক্রিম , নেটওয়ার্ক পার্টনার- এএসসিপিবি এবং মিডিয়া পার্টনার-দি বিজনেস স্ট্যান্ডার্ড ।