আওয়ামী লীগ ধরলে ৫ হাজার টাকা পুরস্কার' যা বললো ডিএমপি

আওয়ামী লীগ ধরলে ৫ হাজার টাকা পুরস্কার’ যা বললো ডিএমপি

সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ বা সংগঠনের কোনো মিছিল চলাকালে পুলিশ সদস্যরা সেই দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করতে পারলে জনপ্রতি পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে, এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে এমন কোনো পুরস্কার ঘোষণরা কথা জানে না ঢাকা মহানগর পুলিশ ডিএমপি

রোববার (২১ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, স্বাভাবিকভাবে আমাদের অফিসার বা ফোর্স কোনো ভালো কাজ করলে সব সময় সেটিকে আমরা উৎসাহিত করে থাকি। এ ক্ষেত্রে আর্থিক প্রণোদনা থেকে শুরু করে বিভিন্নভাবে উৎসাহিত করা হয়। বিশেষ করে তাদের আর্থিকভাবে পুরস্কৃত করার বিষয় আইনিভাবেই রয়েছে। এ ছাড়া কাজে উৎসাহিত করার জন্য বিভিন্নভাবে তাদের পুরস্কারের বিধানও রয়েছে।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বিশেষভাবে কোনো একটি কাজের জন্য ওয়্যারলেস বার্তায় পাঁচ হাজার টাকা পুরস্কারের বিষয়টি আমার জানা নেই। তবে যেকোনো সময় যে কাউকে ভালো কাজের জন্য উৎসাহিত করার যে নিয়ম রয়েছে, সেটি আমরা আইনের মধ্যে থেকেই নিয়ম মেনে করে থাকি।

আরোও পড়ুনঃ মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট কি তুরস্ক?

Check Also

উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে: ডিএমপি কমিশনার

উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে: ডিএমপি কমিশনার

এ বছর শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশের …