নারীর বয়স যত বাড়ে, তত সুন্দর ও শক্তিশালী হয়ে ওঠে: কেট উইন্সলেট

নারীর বয়স যত বাড়ে, তত সুন্দর ও শক্তিশালী হয়ে ওঠে: কেট উইন্সলেট

হলিউডের জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেত্রী কেট উইন্সলেট । একের পর এক সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন। গড়েছেন বর্ণাঢ্য ক্যারিয়ার। অভিনয়ে চার দশক পেরিয়ে আজও তিনি হিট এন্ড ফিট।

সদ্যই ৫০ বছরে পা দিয়েছেন এ গুণী অভিনেত্রী। ৪ অক্টোবর ছিল তার ৫০ তম জন্মদিন। ৫০ পূর্ণ হওয়া উপলক্ষে ‘ভোগ ইউকে’তে সাক্ষাৎকার দিয়েছেন অভিনেত্রী। সেই সাক্ষাৎকারে তিনি জানান, নারীর বয়স যত বাড়ে, তত সুন্দর ও শক্তিশালী হয়ে ওঠে।

কেট উইন্সলেট বলেন, ‘নারীরা বয়সে যত বড় হন, তত সুন্দর ও শক্তিশালী হয়ে ওঠেন। আমাদের মুখ আসলে আরও নিজের মতো হয়ে ওঠে, হাড়ের গড়নে ঠিকঠাক বসে যায় জীবনের ছাপ, ইতিহাস যুক্ত হয়। আমি চোখের কোণের রেখা, হাতের পেছনের বলিরেখাকে খুব সুন্দর মনে করি।’

পঞ্চাশে পা দিয়ে নতুন পরিকল্পনা করেছেন কেট, ‘আমি ৫০তম বছরে ৫০টা ভালো কাজ করব।

১৯৯৭ সালে জেমস ক্যামেরনের ‘টাইটানিক’ দিয়ে রাতারাতি বিশ্বজুড়ে পরিচিতি পান কেট। পরের বছরগুলোয় কেট ঝুঁকি নিয়েছেন, তাকে দেখা গেছে ‘হোলি স্মোক!’, ‘কুইলস’, ‘ইটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড’সহ নানারকম ভিন্নধর্মী কাজে। ২০০৮ সালে ‘দ্য রিডার’–এর জন্য জিতেছেন অস্কার।

আরোও পড়ুনঃ আজ গাজায় ইসরায়েলি বর্বরতার ২ বছর, নিহত ৬৭ হাজারের বেশি

Check Also

বিজয় দিবস উপলক্ষে কেরানীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট: কেরানীগঞ্জ (ঢাকা): মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে কেরানীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। …