জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো যিশু খ্রিষ্টের জন্মদিন পালন

অপূর্ব চৌধুরী জবি প্রতিনিধি,

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত খ্রিষ্টান শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে প্রভু যিশু খ্রিষ্টের জন্মদিন পালন উপলক্ষ্যে প্রাক-বড়দিন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ -নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য মহোদয়ের সভা কক্ষে এর আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, আইন অনুষদের ডিন খ্রীষ্টিন রিচার্ডসন্ ও জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস। বক্তারা যিশু খ্রিষ্টের জীবন আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন।

এছাড়াও বক্তব্য প্রদান করেন লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন ও নাট্যকলা বিভাগের প্রভাষক ক্যাথরিন পিউরীফিকেশন। এসময় প্রক্টর ড. মোস্তফা কামাল, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক কাজী মো. নাসির উদ্দীন, বিভিন্ন বিভাগের চার জন খ্রিষ্টান শিক্ষক ও অধ্যয়নরত ৩৫ জন খ্রিষ্টান শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বড় দিন উপলক্ষ্যে কেক কাটা হয়।

নিউজ ঢাকা

আরো পড়ুন,আ.লীগ নেতা হত্যার আসামি গুলিতে নিহত

Check Also

স্কাউট উদ্ধার অভিযান

কিশোরগঞ্জে স্কাউটস এর অগ্নি নির্বাপন ও ভুমিকম্প পরবর্তী উদ্ধার প্রশিক্ষণ

‘‘যথাযত প্রস্তুতি দুর্যোগে কমাবে ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চলমান ৩য় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট …