রাজশাহীতে দৈনিক সময়ের আলো প্রত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২ মার্চ) সকালে রাজশাহী কলেজ শিক্ষক সম্মেলনে রুমে এ উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সময়ের আলো প্রত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান শ. ম. সাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, রাজশাহী কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল প্রমূখ।
এছাড়া রাজশাহীতে কর্মরত সাংবাদিকবৃন্দ সহ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও রাজশাহী কলেজ রিপোটার্স ইউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।