শেখ রনজু আহাম্মেদ, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী পৌরসভার আসন্ন নির্বাচনে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, যুবলীগ নেতা ও বর্তমান কাউন্সিলর শাহ্ মোঃ জাহাঙ্গীর জলিল তার পাঞ্জাবী প্রতীকের পক্ষে ভোট চেয়ে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন।
প্রতিদিনের ন্যায় গতকাল ৯ই ফেব্রুয়ারী বিকালে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ৮ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে খন্ড মিছিল, গণসংযোগ ও লিফলেট বিতরণসহ প্রচারণা চালান।
এ সময় শাহ্ মোঃ জাহাঙ্গীর জলিল বলেন, পৌর কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনকালে আমি ৮ নং ওয়ার্ডে ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ড করেছি। সবসময় জনগণের পাশে থেকেছি। আমি শতভাগ আশাবাদী যে ৮ নং ওয়ার্ডের সচেতন জনগণ আমাকে আবারও তাদের প্রতিনিধি নির্বাচন করে সেবা করার সুযোগ দিবে। আমি ওয়ার্ডবাসীর ভোট ও দোয়া কামনা করছি।