হৃদয় এস সরকার,নরসিংদী: নরসিংদীতে অসহায় শীর্তাত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার(৩ জানুয়ারী) শহরের পূর্ব ভাগদী কমিনিটি পুলিশিং কার্যালয়ে ভাগদী পূর্বপাড়া যুব সংঘের উদ্যোগে ৩০০ জন অসহায় মানুষদের শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
আল-আকসা জামে মসজিদের সাধারণ সম্পাদক মো: আকরাম হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ বিল্পব কুমার দত্ত চৌধুরী। আরো ছিলেন, পূর্ব ভাগদী পুলিশিং কমিটির প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম ভূইয়া, পূর্বপাড়া যুব সংঘের সভাপতি আল-আমিন ভূইয়া প্রমূখ্য।
অনুষ্ঠানে বক্তারা, শীর্তাত অসহায় মানুষের পাশে সমাজের বিত্তবানদের সাহায্যে হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানায়।