সন্তানদের উজ্জল ভবিষ্যৎ চাইলে নৌকায় ভোট দিন : নসরুল হামিদ

বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও ঢাকা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী নসরুল হামিদ বিপু বলেছেন, সন্তানদের উজ্জল ভবিষ্যৎ চাইলে নৌকায় ভোট দিন।

শনিবার সকালে কেরানীগঞ্জের খেজুরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরন ও অভিভাবক সমাবেশে উপস্থিত অভিবাবকদের উদ্দেশ্যে এ আহ্বান জানান নসরুল হামিদ। এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বছরের প্রথম দিনই ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে ৩৬ কেটি বই বিতরন করা হচ্ছে। কেরানীগঞ্জে শিক্ষার হার বেড়েছে।

এখানকার অনেক মেয়ে উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে। কেউবা লেখাপড়া শেষ করে চাকরি করছেন। মানসম্পন্ন শিক্ষা দানের পাশাপাশি উচ্চ শিক্ষার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেরানীগঞ্জে ক্যাম্পাস স্থাপন করছে।

কেরানীগঞ্জের উপজেলা চেয়ারম্যান শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রাখায় দুইবার দেশের শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কেরানীগঞ্জের শিক্ষার এ ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর সবাইকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও আ’লীগকে ক্ষমতায় আনতে হবে।
সমাবেশে সসরুল হামিদ ছাড়াও, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, আ’লীগ নেতা মজিবর রহমান, জিএম সারোয়ার, জাফর মাষ্টার, মো: রনি প্রমুখ।

আরো পড়ুন: কেরাণীগঞ্জে নির্বাচনী প্রচারনা এগিয়ে ওমি বিপু।

 

এ.এইচ.এম সাগর।

নিউজ ঢাকা ২৪।

Check Also

বাল্যবিবাহ

কেরানীগঞ্জে কাজীর বিরুদ্ধে বাল্যবিবাহ রেজিস্ট্রি করার অভিযোগ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা দারুস সালাম এলাকায় ১৩ বছরের কিশোরীকে বাল্যবিবাহ করানোর অভিযোগ উঠেছে আগানগর …