আন্দোলনকারী

শহীদ মিনারে লাঠি হাতে কয়েক হাজার আন্দোলনকারী

বৈষমবিরোধী কোটা আন্দোলনের একদফা দাবি কোটার পরিমাণ ৫ শতাংশে নামিয়ে আনা ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ৩টা ৩০ মিনিটে আন্দোলনকারীরা শহীদ মিনারের দখল নেয়। এসময় তাদের হাতে লাঠি-সোঁটা, রড ইত্যাদি দেখা যায়।

লাঠি হাতে চানখাঁরপুল থেকে শিক্ষার্থীরা মিছিল করতে করতে শহীদ মিনারের সামনে অবস্থান নেয়। এছাড়া ঢাকা মেডিকেলের দিক থেকে পিভিসি পাইপ নিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আন্দোলনে চলে আসতে দেখা যায়।

সাধারণ শিক্ষর্থীরা সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, দেশের আপামর ছাত্রজনতাকে উত্তেজিত করে তাদের পরিণতি কখনোই ভালো হয়নি। আমাদের অনেক ভাইয়ের রক্ত জড়েছে তাই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।

‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’; ‘বয়কট বয়কট, ছাত্রলীগ বয়কট’; ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক অ্যাকশন’; ‘কোটা না মেধা, মেধা মেধা’; ইত্যাদি স্লোগানে শিক্ষার্থীদেরকে ফেটে পড়তে দেখা যায়।

একপর্যায়ে সেখানে ছাত্রলীগের নেতাকর্মীদের বহনকারী একটি বাস যাওয়ার সময় শিক্ষার্থীরা সেটির গ্লাস ভাঙচুর করলে, বাসটি দ্রুতগতিতে সেখান থেকে চলে যায়।

এদিকে রাজু ভাস্কর্যের সামনে দুপুর থেকে হেলমেট পরে লাঠি হাতে জড়ো হয় ছাত্রলীগ নেতাকর্মীরা।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে ছাত্রলীগের হামলায় অন্তত ১৫০ আন্দোলনকারী আহত হন।

ছাত্রলীগের হাতে যেমন হেলমেট লাঠিসোঁটা, হকিস্টিক আছে তেমন শিক্ষার্থীদের হাতেও লাঠিসোঁটা দেখা গেছে। তবে তাদের মাথায় হেলমেট নেই। ক্যাম্পাসে এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো সময় সংঘাতে জড়িয়ে পড়তে পারেন কোটা আন্দোলনকারী-ছাত্রলীগ।

আরো পড়ুনঃ পুরান ঢাকার রায়সাহেব বাজারে জবির ৪ শিক্ষার্থী গুলিবিদ্ধ

Check Also

ট্রাইব্যুনাল

শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। …

নিউজ ঢাকা 24