ঢাকা-২ এ আমানের পরিবর্তে ছেলে ইরফান আমান অমি বিএনপি প্রার্থী

দুর্নীতির অভিযোগে ১৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির সাবেক এমপি ও প্রতিমন্ত্রী আলহাজ্ব আমান উল্লাহ আমানের দণ্ড স্থগিত চেয়ে করা আপিল হাইকোর্ট কর্তৃক খারিজ হয়ে যাওয়ার ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না বিএনপির হেভিওয়েট এই নেতা।

একাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-২ বিএনপির শক্তিশালী ও একক প্রার্থী ছিলেন আমান উল্লাহ আমান। নির্বাচন তিনি অংশগ্রহন করতে না পারেলে তার ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিই তার স্থানে ধানের শীষ প্রতিকে নির্বাচন করবেন। ব্যারিস্টার অমি অনেক দিন ধরেই নির্বাচনি মাঠে আছেন। তিনি ঢাকা জেলা বিএনপির সহ সভাপতির দায়ীত্বও পালন করছেন।

এ ব্যাপারে ঢাকা জেলা যুবদল নেতা রুবেল পাশা জানান, আমান ভাই আবারও উচ্চ আদালতে আপিল কর হবেন।আমরা আশাবাদী আমান ভাই নির্বাচন করবেন। আর একান্তই তিনি যদি নির্বাচনে অংশ নিতে না পারেন তবে তার ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিই হবেন ঢাকা-২ এর ধানের শীষের কান্ডারী।

এছাড়া জাতীয় ঐক্যফ্রন্ট ও গনফোরাম নেতা কেরানীগঞ্জের সাবেক এমপি মোস্তফা মহাসিন মন্টুর নামও নতুন করে শোনা যাচ্ছে।

 

আরো পড়ুন: বিএনপির মান আমান উল্লাহ আমান

newsdhaka24

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগ পরিবারের পক্ষ থেকে ১৫০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

ঢাকার কেরানীগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করেছে কালিন্দী …

error: Content is protected !!