কেরানীগঞ্জে দক্ষিন এশিয়ার সর্ব বৃহৎ পিঠা উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকার কেরানীগঞ্জে দক্ষিন এশিয়ার সবচেয়ে বড়ো পিঠা উৎসবের আয়োজন করতে যাচ্ছে ঢাকাইয়া কেরানীগঞ্জ নামে একটি অরাজনৈতিক সংগঠন। বৃহস্পতিবার বিকালে এ উপলক্ষে আগানগরে ব্রীজের নিচে সাংবাদিকদের সাথে আলোচনা সভার আয়োজন করে সংগঠনটির সদস্যরা।

ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতির সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সহিদুল হক সাইদ সাংবাদিকদের জানান, ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতি একটি ব্যাতিক্রম ধর্মী অরাজনৈতিক সংগঠন। এ সংগঠনের মাধ্যমে আমরা কেরানীগঞ্জের সংস্কৃতমনা ও বিনোদন প্রেমীদের এক ছাদের নিচে আনতে চাই। আমাদের সংগঠনের উদ্দ্যোগে আমরা সর্ব প্রথম দক্ষিন এশিয়ার সবচেয়ে বড়ো পিঠা উৎসব করতে যাচ্ছি। এতো বড়ো পিঠা উৎসব এর আগে কোথাও হয়নি।

সংগঠনটির আরেক নেতা মাহমুদ আলম বলেন, শুক্রবার শুধু বাংলাদেশ নয় দক্ষিন এশিয়ার সর্ববৃহৎ পিঠা উৎসবের আয়োজন করতে যাচ্ছে ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতি। বিভিন্ন রকমের প্রায় ৬০ হাজারের পিঠা থাকবে এ উৎসবে। বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এ উৎসবের উদ্ধোধন করবে।

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মীর আসাদ হোসেন টিটু, শেখ মোঃ ফরিদ, মোঃ কাসেম ভুইঞা, কামাল মেম্বার , মো: আলী  প্রমুখ।

নিউজ ঢাকা

আরো পড়ুন,বশেমুরবিপ্রবিতে জাতীয় শোক দিবস পালন

Check Also

বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলবাহী ট্রলারে ভয়াবহ আগুনের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে …