বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধার বিবস্ত্র লাশ উদ্ধার

বুড়িগঙ্গা নদীর পটকাজোড় খেয়াঘাট এালাকা থেকে অজ্ঞাতনামা বৃদ্ধা (৭০) এর বিবস্ত্র ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

কেরানীগঞ্জ মডেল থানার এস আই মোঃ আমিরুল ইসলাম (চেয়ারম্যান) জানান, আজ রবিবার সকাল ১১ টায় কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের পটকাজোড় খেয়াঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে অজ্ঞাত নামা এক বৃদ্ধার বিবস্ত্র লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে নিহত বৃদ্ধার লাশ পানি থেকে টানে তুলে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠাই। নিহতেতর গায়ে কোন আঘাতের চিহ্ন নাই। মাথার চুল ও গোফ বড় বড়। ধারনা করা হচ্ছে নিহত লোকটি সন্নাসি ধরনের। গোসল বা অন্য কোন কারনে পানিতে নেমে মৃত্যু হতে পারে। নিহতের পরিচয় জানা গেলে মুত্যুর রহস্য জানা যাবে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি।

আরো পড়ুন: শিশুর পেটে শিশু বাচ্চা।

 

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের বাবুল রায়ের ১২ বছরের মেয়ে বিথিকা রায়। স্থানীয় মলানপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী সে।

গত দশদিন আগে হঠাৎ করেই বিথিকার শারীরিক পরিবর্তন ঘটতে শুরু করে। তার পেট হঠাৎ করেই ফুলতে থাকে। এতে ঘাবড়ে যায় পরিবারের লোকজন। সবার ধারণা হয় সে হয়তো কারও দ্বারা ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।

ভয় থেকেই ছুটে যায় ডাক্তারের কাছে। তবে স্থানীয় ডাক্তারের কাছে না গিয়ে যায় রংপুরের এক ডাক্তারের কাছে। চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান বিথিকার পেটে বড় আকারের টিউমার রয়েছে। যা জরুরি ভিত্তিতে অপারেশন করা প্রয়োজন।

এদিকে পেশায় দিনমজুর বাবুল রায় রংপুরে অপারেশন করার সামর্থ্য না থাকায় মেয়েকে নিয়ে ঠাকুরগাঁও হাসান এক্স-রে ক্লিনিকে ভর্তি করে ডা. মো. নুরুজ্জামান জুয়েলের শরণাপন্ন হন। ডা. জুয়েল ঝুঁকিপূর্ণ অপারেশন হওয়ায় প্রথমে রাজী হননি। পরে বাবুলের আর্থিক অবস্থা বিবেচনা করে অপারেশনের সিদ্ধান্ত নেন।

শুক্রবার বিকেলে অপারেশন করে দেখা যায় শিশুটির পেটে প্রায় চার কেজি ওজনের টিউমার রয়েছে। অস্ত্রোপচার শেষে টিউমারটি কেটে তার চোখ ছানাবড়া। টিউমারের ভেতরে আরেক শিশুর বসবাস। সেখানে শরীরের হাত, কলিজাসহ নানা অংশ বিদ্যমান।

নিউজ ঢাকা ২৪।

Check Also

কেরানীগঞ্জে চারতলা ভবন থেকে পড়ে নারীর মৃত্যু

কেরানীগঞ্জে চারতলা ভবন থেকে পড়ে নারীর মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জের বনগ্রামে নিজ বাড়ির চতুর্থ তলার বেলকনি থেকে পড়ে তাহমিনা (৩৫) নামে এক নারীর …