কেরানীগঞ্জে র‍্যাবের হাতে মোটরসাইকেল সহ ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

কেরানীগঞ্জে ৬৭৫ পিস ইয়াবা ও একটি মটরসাইকেল সহ এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ান র‍্যাব ১০ এর সিপিসি ২ টিম। গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী মো: আলী আকবর (৩৪) কেরানীগঞ্জের ইকুরিয়াতে জণৈক কিবরিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

র‍্যাব – ১০ , সিপিস -২ কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোঃ আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মাদক ব্যবসায়ী আলী আকবর দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন চরকালীগঞ্জ তেলঘাট মেসার্স জনতা ফুয়েল সাপ্লাইয়ার এর সামনে
মাদক বেচাকেনা করছে। খবর পেয়ে আমরা উক্ত স্থানে অভিযান চালাই এবং আলী আকবরকে মাদকসহ হাতে নাতে গ্রেপ্তার করি। এসময় তার কাছ থেকে ৬৭৫ পিস ইয়াবা এবং ১ টি মোটরসাইকেল, ১টি মোবাইল ও ইয়াবা বিক্রির নগদ ৬ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
,
আকবর আলীর পিতার নাম – মোঃ শাহজাহান গাজী, তার গ্রামের বাড়ি সাং – ড্যামা গুইশাখালী, থানা – বরগুনা সদর, জেলা – বরগুনা।
আটককৃত আলী আকবরের বিরুদ্ধে  দক্ষিন কেরানীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান , র‍্যাব – ১০, সিপিসি – ২, কেরানীগঞ্জ ক্যাম্পের দায়িত্বরত ডিএডি বদিউল আলম ।
মো: মাসুদ।

Check Also

কেরানীগঞ্জে চারতলা ভবন থেকে পড়ে নারীর মৃত্যু

কেরানীগঞ্জে চারতলা ভবন থেকে পড়ে নারীর মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জের বনগ্রামে নিজ বাড়ির চতুর্থ তলার বেলকনি থেকে পড়ে তাহমিনা (৩৫) নামে এক নারীর …