৬ বছর অপেক্ষার পর আবারো নেত্রকোনা-ময়মনসিংহ রুটে বিআরটিসি দ্বিতল বাস

দিদারুল ইসলাম:

 

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে পুনরায় চালু হয়েছে বিআরটিসি দ্বিতল বাস সার্ভিস। আরামদায়ক বাসগুলোতে ভাড়াও কম। এতে যাত্রী সাধারণের মাঝে স্বস্তি বিরাজ করছে।

রোববার (২৫ আগস্ট) সকালে নেত্রকোনা বিএডিসির সামনে থেকে এ বাস চলাচল শুরু হয়েছে। আগামীকাল (২৬ আগষ্ট) থেকে সকাল ০৭:৩০ থেকে নেত্রকোনা হতে বাস ছাড়বে এবং প্রতি ৩০ মিনিট পরপর একটি করে বাস ছেড়ে যাবে।

জানা যায়, নেত্রকোনা-ময়মনসিংহ রুটে চলাচল করতে মাত্র ৬০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।  এছাড়া শিক্ষার্থীরা কার্ড দেখিয়ে যেতে পারবে ৩০ টাকায়।
উল্লেখ্য, ২০১৮ সালে এই অঞ্চলের মানুষের সুবিধার্থে ৬টি বাস নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে চালানোর জন্য বরাদ্দ দেয়া হয়। তৎকালীন স্থানীয় এমপি এটিকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনও করেন। কিন্তু পরদিন থেকেই আবার বন্ধ করে দিয়েছে নেত্রকোনা-ময়মনসিংহ বাস মালিক সমিতির সিন্ডিকেট চক্র। পরে এ নিয়ে সাধারণ নাগরিকদের ব্যানারে আন্দোলন হলেও আর চালু হয়নি বাসগুলো।

Check Also

সুইডেনে উচ্চ পর্যায়ের বৈঠকে বিএনপি প্রতিনিধি দল

সুইডিশ পার্লামেন্টারি ফরেইন অ্যাফেয়ার্স কমিটির ডেপুটি লটা জনসন ফরনার্ভ এবং মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন …