দিদারুল ইসলাম:
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে পুনরায় চালু হয়েছে বিআরটিসি দ্বিতল বাস সার্ভিস। আরামদায়ক বাসগুলোতে ভাড়াও কম। এতে যাত্রী সাধারণের মাঝে স্বস্তি বিরাজ করছে।
রোববার (২৫ আগস্ট) সকালে নেত্রকোনা বিএডিসির সামনে থেকে এ বাস চলাচল শুরু হয়েছে। আগামীকাল (২৬ আগষ্ট) থেকে সকাল ০৭:৩০ থেকে নেত্রকোনা হতে বাস ছাড়বে এবং প্রতি ৩০ মিনিট পরপর একটি করে বাস ছেড়ে যাবে।
জানা যায়, নেত্রকোনা-ময়মনসিংহ রুটে চলাচল করতে মাত্র ৬০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীরা কার্ড দেখিয়ে যেতে পারবে ৩০ টাকায়।
উল্লেখ্য, ২০১৮ সালে এই অঞ্চলের মানুষের সুবিধার্থে ৬টি বাস নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে চালানোর জন্য বরাদ্দ দেয়া হয়। তৎকালীন স্থানীয় এমপি এটিকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনও করেন। কিন্তু পরদিন থেকেই আবার বন্ধ করে দিয়েছে নেত্রকোনা-ময়মনসিংহ বাস মালিক সমিতির সিন্ডিকেট চক্র। পরে এ নিয়ে সাধারণ নাগরিকদের ব্যানারে আন্দোলন হলেও আর চালু হয়নি বাসগুলো।