বাংলা নিউজ পেপার ১

আমাদের সম্পর্কে

বাংলাদেশের জনপ্রিয় বাংলা নিউজ পেপার গুলোর একটি “নিউজ ঢাকা ২৪”। 

“সত্য প্রকাশে সাহসী” এই স্লোগান কে সামনে রেখে সম্পূর্ভাবে ভয়হীন, অনুসন্ধানী, তথ্যবহুল সকল সংবাদকে সবার আগে সবার কাছে ছড়িয়ে দিতে ২০১৭ সালে আত্মপ্রকাশ করে অনলাইনভিত্তিক বাংলা নিউজ পেপার নিউজ ঢাকা ২৪। 

নিউজ প্রতিষ্ঠালগ্ন থেকেই স্বাধীনতা এবং সততাকে সঙ্গী করে নিজস্ব প্রতিবেদকের সাহায্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন ঘটে যাওয়া ঘটনাবলির ব্রেকিং নিউজ এবং প্রতিবেদন নিয়মত প্রচারে কাজ করে যাচ্ছে এই বাংলা নিউজ পেপার । খবর সরবরাহে দক্ষ এবং চৌকষ মানুষদের পাশাপাশি আধুনিক সব প্রযুক্তির সর্বাধিক এবং সঠিক মাধ্যমের সাহায্যে সার্বক্ষনিক নিউজ আপডেট করে আসছে। এভাবেই  অনলাইনভিত্তিক বাংলা নিউজ পত্রিকা নিউজ ঢাকা ২৪ পাঠকের আস্থা রক্ষায় সঠিক সংবাদের নিশ্চয়তা প্রদান করে।

দেশের যে কোন স্তর থেকে শুরু করে বিভিন্ন দেশের সর্বশেষ ও ব্রেকিং নিউজ সবার আগে পৌছে দিতে দিন রাত কাজ করে যাচ্ছে এই বাংলা নিউজ পত্রিকা। এ  ছাড়াও নিউজ ঢাকা ২৪ এ নিয়মত আপডেট করা হয় বিনোদন, জীবনধারা, বিশেষ প্রতিবেদন, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্য , খেলাধুলা, কলামসহ এমন সব ধরণের খবর। এমনকি বিভিন্ন ধর্ম এবং সাহিত্য সম্পর্কে এখানে রয়েছে বিশেষ বিশেষ ক্যাটাগরি, যা স্বয়ংসম্পূর্ণ অনলাইন নিউজ পেপার  হিসেবে নিউজ ঢাকা ২৪ কে বিশেষত্ব প্রদান করে।

আমাদের নীতিঃ

বাংলা নিউজ পেপার ৩

  • দৃষ্টান্তমূলক সাহসের সাথে আমরা স্বচ্ছ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা করি। সততাই আমাদের প্রধান অবলম্বন।
  • আমরা মানুষের কথা বলি; আমরা জনগণের কথা বলি। সেখানে পক্ষপাতিত্বের কোন স্থান নেই।
  • প্রতিদিন আমরা ইতিবাচক পরিবর্তনের কথা বলি । কেননা আমরা বিশ্বাস করি ইতিবাচক চিন্তাকে পুঁজি করে কাজ করলে সমাজের যে কোন দূর্দশা মুছে ফেলা সম্ভব।
  • সাধারণের চিন্তাভাবনার বাইরে গিয়ে আমরা সবকিছু উদ্ভাবনী দৃষ্টিতে দেখি এবং অগ্রগতির পথে এগিয়ে চলি।
  • আমরা বিশ্বাস করি একতাই সকল সফলতার উৎস তাই আমরা একতা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।

বাংলা নিউজ ৪দেশের বিভিন্ন স্থানের উদ্যমী তরুণ সাংবাদিক এবং পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গড়ে উঠেছে নিউজ ঢাকা ২৪ এর পরিবার। দেশ এবং বিদেশের সকল বাঙালিদের মাঝে সেতুবন্ধন তৈরি করার জন্য এবং অনলাইন নিউজ পেপার গুলোর মধ্যে একটি নতুন মাত্রা যোগ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, বাংলা নিউজ পেপার নিউজ ঢাকা ২৪।

বাংলাদেশের যে কোন প্রান্তে ঘটে যাওয়া সকল ব্রেকিং নিউজ, খবরাখবর সবার আগে পেতে নিয়মিত ভিজিট করুন  “নিউজ ঢাকা ২৪ – News Dhaka 24” এর ওয়েবসাইটবাংলা নিউজ পেপার - NewsDhaka24 লোগো