জবির আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দর্শন ও অর্থনীতি বিভাগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ভলিবল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে দর্শন ও অর্থনীতি বিভাগ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ছাত্রীদের ভলিবল দলের মধ্যে টানা দ্বিতীয় বারের মত চ্যাম্পিয়ন হয় দর্শন বিভাগ এবং রানার্স আপ হয় মনোবিজ্ঞান বিভাগ। ছাত্রদের ভলিবল দলের মধ্যে দ্বিতীয় বারের মত চ্যাম্পিয়ন হয় অর্থনীতি বিভাগ এবং রানার্স আপ হয় লোক প্রশাসন বিভাগ। প্রতিযোগিতায় ছাত্রীদের মঝে দর্শন বিভাগের শিক্ষার্থী সাবরীন শুভা ও ছাত্রদের মাঝে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. মামুন মিয়া সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।

ভলিবল খেলায় ক্রীড়া উপ-কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ উপস্থিত ছিলেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন।

নিউজ ঢাকা

আরো পড়ুন,জবি ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধিকরণে কোষাধ্যক্ষকে স্মারকলিপি

Check Also

স্কাউট উদ্ধার অভিযান

কিশোরগঞ্জে স্কাউটস এর অগ্নি নির্বাপন ও ভুমিকম্প পরবর্তী উদ্ধার প্রশিক্ষণ

‘‘যথাযত প্রস্তুতি দুর্যোগে কমাবে ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চলমান ৩য় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট …