জবিতে ২য় বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

অপূর্ব চৌধুরী, জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের আয়োজনে ২য় বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ ২৯ অক্টোবর (মঙ্গলবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে (অডিটোরিয়াম) পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ আলপ্তগীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী জনাব শহীদ কবির এবং বিশিষ্ট শিল্প সমালোচক অধ্যাপক মঈনুদ্দীন খালেদ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ২য় বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০১৯ এর আহবায়ক ড. বজলুর রশীদ খান।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর ২০১৯ (রবিবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চারুকলা বিভাগ ২য় বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০১৯ এর শুভ উদ্বোধন করেন উপাচার্য মহোদয়। শিল্পকর্ম প্রদর্শনীতে ৪টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ড্রইং এন্ড পেইন্টিং ক্যাটাগরিতে ১ম ব্যাচের শ্রীকান্তরায় সুবির, প্রিন্ট মেকিং ক্যাটাগরিতে ২য় ব্যাচের রাউফুন নাহার রিতু, ভাস্কর্য ক্যাটাগরিতে ১ম ব্যাচের জেসমিন আক্তার এবং ফাউন্ডেশন কোর্স ক্যাটাগরিতে ৫ম ব্যাচের হৃদয় হোসেন শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেন। এছাড়া সম্মাননা পুরস্কার অর্জন করেন আরো কিছু শিক্ষার্থী।

নিউজ ঢাকা

আরো পড়ুন,কেরানীগঞ্জে দুর্ঘটনা প্রতিরোধে কারখানা মালিকদের সাথে মতবিনিময় সভা

Check Also

আসিফ নজরুল

প্রবাসীরা বিমানবন্দরগুলোতে ভিআইপি সার্ভিস পাবেনঃ আসিফ নজরুল

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আগামী দুই সপ্তাহ থেকে এক …