কেরানীগঞ্জে সম্ভাব্য দুর্ঘটনা নিরূপণ, প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজ ১৩ জানুয়ারি ( সোমবার ) দুপুর ৩ টায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ২য় বারের মত এক মতবিনিময় সভা আয়োজন করা হয়,এবারের সভায় আগানগর ইউনিয়নের সকল কলকারখানা ও বাড়ীর মালিকদের সাথে উপজেলার অবৈধভাবে স্থাপিত কারখানা অপসারণ এবং সম্ভাব্য দুর্ঘটনা নিরূপণ, প্রতিরোধে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শাহীন আহমেদ।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইউনিয়নের সকল স্থাপিত কারখানা অপসারণ এবং সম্ভাব্য দুর্ঘটনা নিরূপণ, প্রতিরোধে উপস্থিত সকলকে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন এবং ঝুঁকিপূর্ণ স্থাপনা গুলো সরিয়ে ফেলার পরামর্শ এবং অধিক ঝুঁকিপূর্ণ স্থাপনা গুলোর বিরুদ্ধ খুব দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ।

সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ,সহকারী কমিশনার ভূমি( মডেল)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান সোহেল , আগানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ্ খুশী, কালিন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ মোজাম্মেল দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জামান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক মোঃ মান্নান, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি – ৪ এর এজিএম,(সদস্য – সেবা) মোঃ মারফুল হাসান, ফায়ারসার্ভিসের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল,কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সভাপতি মোঃ স্বাধীন শেখ ও সাধারন সম্পাদক মোঃ মুসলিম ঢালী প্রমুখ ।

নিউজ ঢাকা

আরো পড়ুন,প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী মনোনীত

Check Also

সুইডেনে উচ্চ পর্যায়ের বৈঠকে বিএনপি প্রতিনিধি দল

সুইডিশ পার্লামেন্টারি ফরেইন অ্যাফেয়ার্স কমিটির ডেপুটি লটা জনসন ফরনার্ভ এবং মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন …