‎উপকূলের রবি – সাইফুল ইসলাম সুজন চৌধুরী

আমি মুগ্ধ হয়েছি, আমি হারিয়ে গেছি -রবি

আমি খুঁজে
পেয়েছি সেই হাসি,
এই হাসির মাঝেই
লুকিয়ে আছে,
উপকূলের রবি।
আমি
ছুটে চলেছি
চলেছি আমি সুদূরের পথে,

দূর্গম পথ পাড়ি।
খুজিতেছি এদিক-সেদিক
আপনার মত পথিক।
ধন্য
উপকূল জুনাইদের জন্য,
ধন্য মোরা আল-হাবিবের জন্য।
উপকূলের চির আপন,
চির চেনা সেই জন।
তরুণ্যের অহংকার যে,
উপকূলের আপন।
কবি এক, ভবঘুরে মেঘনা উপকূলে চলে।
দূর্গমপথ আর বিপন্ন জনপদে, প্রতিনিয়ত ঘুরে।
ভালোবাসার কবি,
উপকূলের গর্ব, দুর্গমের পথ
যাত্রী,
কবির জন্য অফুরন্ত
ভালোবাসা, সফলতার জন্য
প্রার্থনা।

যখন থেকে চিনেছি আমি, বাংলার মাটি,
যখন থেকে দেখেছি আমি, ভালোবাসার ঘাটি।
যখন থেকে ছুটছে কবি, পথ ঘাট ছাড়ি,
সেই তখন, এই এখন অবিরাম উপকূলের পথ পাড়ি।

read more: D I G

 

 

Check Also

স্কাউটস বন্যা ও ঘুর্ণিঝড়

কিশোরগঞ্জে স্কাউটস এর বন্যা ও ঘুর্ণিঝড় পরবর্তি উদ্ধার অভিযান প্রশিক্ষণ

কিশোরগঞ্জের মিঠামইনে ‘‘যথাযথ প্রস্তুতি, দুর্যোগে কমাবে ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চলমান ৩য় জাতীয় দুর্যোগ …