“হড়াই খননের নামে মাটি বানিজ্য” প্রতিবাদ ও প্রতিকার চেয়ে গন আবেদন

শেখ রনজু আহাম্মেদ রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া হড়াই নদী খননের নামে মাটি বানিজ্যর অভিযোগ উঠেছে।

অবৈধভাবে ব্যক্তিগত জমি থেকে মাটি কাটা নিয়ে পানি উন্নয়ন বোর্র্ড ও এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। গত রবিবার মাটি কাটতে গেলে চন্দনী ইউনিয়নের ৮ নং ওয়াডের্র নির্বাচিত সদস্য যুবরাজ শেখকে মারপিটের ঘটনাও ঘটেছে।

অবশেষে মঙ্গলবার দুপুরে চন্দনী ইউনিয়নের ১৬২ জন গ্রামবাসীর স্বাক্ষরিত একটি গন আবেদন রাজবাড়ী জেলা প্রশাসকের কাছে জমা দেন এলাকাবাসী।

এ সময় চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী সিরাজুল আলম সিরাজ, ৮ নং ওয়াডের্র নির্বাচিত সদস্য যুবরাজ শেখ, চন্দনী ইউনিয়নের বাসিন্দা চাদ আলী, সুধাংশু, অরুনসহ অন্তত শতাধীক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে উপস্থিত এলাকাবাসীকে আশ্বস্থ্য করেন। গন আবেদনে উল্লেখ এলাবাসী জানান, নদী খননে তাদের কোন আপত্তি নেই।

কিন্তুু নদী খননের নামে ব্যক্তি মালিকানাধীন জমি থেকে মাটি কেটে নিয়ে বিক্রি করা কেউ মেনে নিবে না। বার্তা বিভাগ রাজবাড়ী প্রতিনিধি ফোন নং ০১৭১৬৯১৬৬৮১

নিউজ ঢাকা

আরো পড়ুন,কেরানীগঞ্জে অগ্নিকান্ডের ঘটনায় থানায় মামলা দায়ের ; তিন দিনেও হদিস নেই মালিকের

Check Also

স্কাউটস বন্যা ও ঘুর্ণিঝড়

কিশোরগঞ্জে স্কাউটস এর বন্যা ও ঘুর্ণিঝড় পরবর্তি উদ্ধার অভিযান প্রশিক্ষণ

কিশোরগঞ্জের মিঠামইনে ‘‘যথাযথ প্রস্তুতি, দুর্যোগে কমাবে ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চলমান ৩য় জাতীয় দুর্যোগ …