হজ শেষে দেশে ফিরলেন

হজ শেষে দেশে ফিরলেন ৪৩ হাজার ৮৩ হাজি, মৃত্যু বেড়ে ৫৮

সৌদি আরব থেকে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৩ হাজার ৮৩ জন। তাঁরা ১০৯টি ফ্লাইটে দেশে ফেরেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪১টি, সৌদি এয়ারলাইন্স ৪২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৬টি ফ্লাইট পরিচালনা করে।

এদিকে হজ করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৫৮ জন বাংলাদেশি মারা গেছেন।

তাদের মধ্যে ৪৫ জন পুরুষ ও ১৩ জন নারী। এর মধ্যে মক্কায় ৪৫ জন, মদিনায় চারজন, মিনায় ছয়জন এবং জেদ্দায় দুজন মারা যান।

আজ বুধবার (৩ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ গত শনিবার (২৯ জুন) সাইয়েদ লিয়াকত আলী নামে এক হজযাত্রী মারা যান। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুর জেলার নাগরকান্দা উপজেলায়।

হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। ওইদিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ জন হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে।

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে ২১৮টি ফ্লাইটে সৌদি আরব যান ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ভাবে নিবন্ধন করে গেছেন চার হাজার ৫৬২ জন। আর বেসরকারি ভাবে যান ৮০ হাজার ৬৯৫ জন।

গত ১৫ জুলাই পবিত্র হজের কার্যক্রম অনুষ্ঠিত হয়। হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। আগামী ২২ জুলাই পর্যন্ত এই ফ্লাইট চলবে। এর আগে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ৯ মে এবং সর্বশেষ ফ্লাইট ছিল ১২ জুন।

 

আরো পড়ূনঃ পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান আগামীকাল, ব্যয় ৫ কোটির বেশি

Check Also

পবিত্র শবে বরাত উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

পবিত্র শবে বরাত উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

রাষ্ট্রপতি পবিত্র শবে বরাত মুসলমানদের জন্য অত্যন্ত মহিমান্বিত ও বরকতময় এক রজনি উল্লেখ করে এ …