স্ত্রীর সেবা করতে গিয়ে আহত হলেন স্বামী

স্ত্রীর সেবা করতে গিয়ে আহত হলেন অস্ট্রেলিয়া মেলবোর্ন প্রবাসী রোমান রাশিদ।গতকাল অস্ট্রেলিয়া, মেলবোর্ন প্রবাসী ও বিশিষ্ট সমাজ সেবক রোমান রাশিদের স্ত্রী বিশিষ্ট সংগীত শিল্পী`র সেবা করতে গিয়ে নিজেই আহত হয়েছেন।

নিউজ ঢাকা

আরো পড়ুন,ইউ এন ও গ্রেফতারে প্রধানমন্ত্রী বিস্মিত ! !

Check Also

সুইডেনে উচ্চ পর্যায়ের বৈঠকে বিএনপি প্রতিনিধি দল

সুইডিশ পার্লামেন্টারি ফরেইন অ্যাফেয়ার্স কমিটির ডেপুটি লটা জনসন ফরনার্ভ এবং মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন …