স্টামফোর্ড ইউনির্ভাসিটি এর পরিবেশ বিজ্ঞান বিভাগ আজ এড্রয়েট এনভায়রনমেন্টাল লিমিটেড এর সঙ্গে সমোজতা চুক্তি সাক্ষরিত হয়েছে। এই চুক্তি সাক্ষরের সময় উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনির্ভাসিটি এর উপ উপচার্য এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুওদুদ এলাহী, পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক ড. কামরুজ্জমান মজুমদার, পরিবেশ বিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ অধ্যাপক ড. গুলশান আরা লতিফা, ড. মাহমুদা পারভীন ও মোঃ শাহাদাত হোসেন এবং এড্রয়েটএনভায়রনমেন্টাল লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর ড. নাসির উদ্দিন খান ও মোঃ সাইফুল ইসলাম। অধ্যাপক ড. মুওদুদ এলাহী, অধ্যাপক ড. কামরুজ্জমান মজুমদার ও ড. নাসির উদ্দিন খান এই চুক্তিসাক্ষর করেন। এই চুক্তির ফলে দুইটি প্রতিষ্ঠানই গবেষণা কার্যক্রম ও অন্যান্য কাজে সুফল পাবে।
আরো পড়ুন,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে জবির শ্রদ্ধা নিবেদন