‘‘যথাযত প্রস্তুতি দুর্যোগে কমাবে ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চলমান ৩য় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্পের ৪র্থ দিনে অগ্নি নির্বাপন, ভুমিকম্প সচেতনতা ও ভুমিকম্প পরবর্তী উদ্ধার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
কিশোরগঞ্জে চলমান বাংলাদেশ স্কাউটসের ৩য় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্পে আজ ২৯ মার্চ, ২০২২ (মঙ্গলবার) সহস্রাধিক রোভার স্কাউটকে অগ্নিনির্বাপন, ভুমিকম্প পরবর্তী উদ্ধার অভিযান, সচেতনতা ও ভুমিকম্প বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এসময় রোভার স্কাউট ছেলে মেয়েরা অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজ বিষয়ে প্রদর্শনী অবলোকন করেন। দিনব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণ ও প্রদর্শনীতে হাতে কলমে অগ্নিনির্বাপন, ভুমিকম্প পরবর্তী উদ্ধার কাজ, সচেতনতামূলক প্রচারনা, জরুরী চিকিৎসা সেবা বিষয়ক নানারকম প্রশিক্ষণ প্রদান করেন ময়মনসিংহ ফায়ার সার্ভিস এর উপ পরিচালক মোঃ জসিম উদ্দিন। সমগ্র প্রশিক্ষণ ও প্রদর্শন কার্যক্রমটি পরিচালনায় ছিলেন মিঠামইন ফায়ার সার্ভিস এর ফায়ার কর্মীরা। ফায়ার সার্ভিসের মিঠামইন স্টেশন অফিসার আবুজর গিফারী রোভারদের অগ্নিনির্বাপন ও ভুমিকম্প সচেতনতা বিষয়ক ব্রিফিং প্রদান করেন। এছাড়া, ক্যাম্পে স্কাউটিং কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় জনসাধারনের সম্পৃক্ততায় আয়োজিত ফুটবল টুর্ণামেন্টে মিঠামইন ও নিকলী উপজেলার ৪টি দলের মধ্যকার দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এইদিন ক্যাম্পে অন্যান্য কার্যক্রমের মধ্যে ছিলো সাধারন শিক্ষার্থী ও জনগনের মধ্যে বিভিন্ন প্রকার সব্জি বীজ বিতরন। সব্জিবীজ বিতরন উপলক্ষ্যে মিঠামইন আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল্লাহ আল মামুন। ক্যাম্পে অংশগ্রহনকারী রোভারগন কৃষক পরিবারের বাড়ি গিয়ে সব্জি বীজ বপন করেন।|
উল্লেখ্য, ২৭ মার্চ, ২০২২ (রোববার), বিকেলে কিশোরগঞ্জের মিঠামইনের মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারী কলেজ প্রাঙ্গনে ৩য় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্র্রপতি ও চীফ স্কাউট মোঃ আবদুল হামিদ।
আরও উল্লেখ্য, ৫ দিনের এই প্রশিক্ষণ ক্যাম্পে রোভার স্কাউট, স্কাউটার ও স্বেচ্ছাসেবকসহ সর্বমোট ১৫০০ জন অংশগ্রহণ করছেন। অংশগ্রহনকারীদের মধ্যে ভারত ও নেপাল থেকে ২৭ জন স্কাউট ও স্কাউটার রয়েছেন। বাংলাদেশ স্কাউটসের পরিচালনায় ৩য় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্পটি ২৬ মার্চ শুরু হয়েছে যা ৩০ মার্চ ২০২২ শেষ হবে। এই ক্যাম্পে অংশগ্রহণকারী রোভার স্কাউট ছেলে মেয়েরা কিশোরগঞ্জ জেলার নিকলি, ইটনা ও অষ্টগ্রাম উপজেলার স্কুল–কলেজের শিক্ষার্থীদের সংযুক্ত করে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবে। আকর্ষণীয়, বৈচিত্রময় ও রোমাঞ্চকর কর্মসূচিতে পরিপূর্ণ ৫ দিনের এই ক্যাম্পে অংশগ্রহণকারীরা সাইক্লোন, হাওরের প্লাবন, অগ্নি নির্বাপন, ভূমিকম্প এবং বিভিন্ন দুর্যোগ মোকাবেলার কৌশল হাতে কলমে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। এছাড়াও বৃক্ষরোপণ, মাস্ক বিতরণ, প্রদর্শনী পল্লী পরিদর্শন এবং হাওরের জীববৈচিত্র পর্যবেক্ষণ করে দুর্যোগ রেসপন্স টিমের সদস্য হয়ে কাজ করার মতো দক্ষ হয়ে উঠবে। এই ৫ দিন রোভার স্কাউট, স্কাউটার ও স্বেচ্ছাসেবকরা তাঁবুতে অবস্থান করে তাদের কার্যক্রমে অংশগ্রহণ ও পরিচালনা করবে।
আগামী ৩০ মার্চ সন্ধ্যায় ক্যাম্পের মহাতাঁবু জলসার মধ্যদিয়ে ৩য় দূর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প–২০২২ শেষ হবে। মহাতাঁবু জলসা ও সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন ডা: এনামুর রহমান, মাননীয় প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এছাড়াও বিভিন্ন প্রোগ্রামে সরকারের উর্ধতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করবেন।