সংলাপের প্রস্তাবে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী উদারতার পরিচয় দিয়েছেন : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী এ্যাডঃ কামরুল ইসলাম এমপি বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনার প্রস্তাবে সাড়া দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদারতার পরিচয় দিয়েছেন। এতে বোঝা যায় প্রধানমন্ত্রী সবার অংশগ্রহনে সুষ্ট নির্বাচন চাচ্ছেন। কিন্তু ঐক্যফ্রন্টের পক্ষে যারা সংলাপে বসবেন তাদের অতীত ইতিহাস সবার জানা।

আমার মনে হয়, তারা কোন দূরভিসন্ধি নিয়ে সংলাপে বসতে যাচ্ছে। তবে প্রত্যাশা করব, সংলাপ যেন সফল হয়। এব্যাপারে সরকারের সদিচ্ছার অভাব নেই। বুধবার দুপুরে কেরানীগঞ্জের নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজের নতুন ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বুধবার সকালে খাদ্যমন্ত্রী ৫ শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্থর ও ৩ শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন করেন।
নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজের অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আরও বলেন, সংবিধানের বাইরে কোন আলোচনা (সংলাপ) হবে না। খালেদার বিষয়েও কোন আলোচনা হবে না। এটা আদালতের বিষয়। মন্ত্রী বলেন,বর্তমান সরকারের সময় অভাবনীয় উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাহিকতা ধরে রাখতে আবারও নৌকায় ভোট দিতে হবে।
নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা পরিষদের সভাপতি হাজী মোঃ সলিম উল্লাহ সলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, অধ্যক্ষ আ: মালেক, ইউএনও শাহে এলিদ মাইনুৃল আমিন, উপজেলা প্রকৌশলী মো: শাহজাহান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার জাহান, জেলা যুবলীগের সভাপতি শফিউল আজম খান বারকু, আ’লীগ নেতা ইউসুফ আলী চৌধুরী সেলিম, কেন্দ্রীয় আ,লীগের উপ কমিটির সহ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, মডেল থানা যুবলীগ নেতা আখের হোসেন আখি, অনিক হোসেন পিন্টু,নাজিম উদ্দিন নাজিম প্রমুখ।

Check Also

বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলবাহী ট্রলারে ভয়াবহ আগুনের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে …