সংগঠনকে ভালোবাসি বলেই দায়িত্ব  নিতে প্রস্তুত ছিলামঃ অধ্যাপক ড. মীজানুর রহমান

 

অপূর্ব চৌধুরী, জবি প্রতিনিধি: নেত্রী আমাকে যখন যে দায়িত্ব দিয়েছেন, নিষ্ঠার সঙ্গে পালন করেছি। এর পূর্বেও আমি কোন দায়িত্ব চেয়ে নেইনি বলে দাবি করেছেন যুবলীগের ১ নম্বর ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মীজানুর রহমান। বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে যুবলীগের দায়িত্ব নেয়ার বিষয়ে কথা বলে অধ্যাপক ড. মীজানুর রহমান সমালোচিত হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্যের নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই প্রশ্ন তোলেন- বর্তমানে এমন একটি সম্মানজনক পদে থেকে তিনি কীভাবে একটি দলীয় পদ প্রত্যাশা করেন? এ প্রসঙ্গে জানতে চাইলে অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘অনেকেই হয়তো জানেন না, আমি কিন্তু এখনও যুবলীগের এক (১) নম্বর ভাইস চেয়ারম্যান। টক শোতে প্রসঙ্গক্রমে কথাটা এসেছিল- যুবলীগের প্রেসিডেন্ট পদ শূন্য হলে আমারই দায়িত্ব পাওয়ার কথা। তখন আমি বলেছিলাম, আমি এখনও সেই পদ থেকে পদত্যাগ করিনি কিংবা অব্যাহতি নেইনি। তবে উপাচার্য হওয়ার পর গত ৮ বছর যুবলীগের কোন মিটিং-এ যাইনি।’

জবি উপাচার্য আরো বলেন, ‘যুবলীগের এখন যে অবস্থা হয়েছে, ভাবমূর্তির যে সংকট তৈরি হয়েছে, তাতে নেত্রী যদি মনে করেন, আমাকে যুবলীগের দায়িত্ব নিতে হবে সেজন্য আমি প্রস্তুত আছি। তখন আমি দুটো কাজ একসঙ্গে করবো না। যুবলীগের দায়িত্ব নিলে উপাচার্যের দায়িত্ব ছেড়ে দিব।’

যুবলীগ করার ক্ষেত্রে বয়স আছে কি না জানতে চাইলে অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘যুবলীগের কাউন্সিলের জন্য বয়সের কোন সীমারেখা আপাতত নেই। তবে বয়সের সীমারেখা থাকা উচিত। যেহেতু এখনো কাউন্সিল হয়নি তাই আপাতত বাঁধা নেই।’

যুবলীগের দায়িত্ব নেয়ার বিষয়ে ব্যক্তিগত ইচ্ছা আছে কি না এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘এটা আমার ইচ্ছার ব্যাপার না। কখনও আমি ইচ্ছা করে কোন পদে যাইনি। আমি যে যুবলীগের ভাইস চেয়ারম্যান হয়েছি কারও কাছে কখনও আমি সেই ইচ্ছা পোষণ করিনি। মূলত সংগঠনের প্রতি ভালোবাসা থেকেই আমি এ কথা বলেছি। আমাকে যদি বলা হয়, যুবলীগের দায়িত্ব নিতে, আমি সঙ্গে সঙ্গে চাকরি ছেড়ে দিয়ে সংগঠনের দায়িত্ব নেব।

নিউজ ঢাকা

আরো পড়ুন,অবৈধ কারখানা বন্ধে কেরানীগঞ্জে অভিযান

Check Also

টেকনাফ সীমান্তে ফের আতঙ্ক

টেকনাফ সীমান্তে গোলাগুলির শব্দে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে কক্সবাজারের টেকনাফ অঞ্চলে। সকাল থেকে একটানা বিকট …