মো: মাসুদ: শিক্ষা নিয়ে গড়বো দেশ – শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগান নিয়েই এ বছরের প্রথম দিনেই দেশব্যাপী শুরু হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ উৎসব।
সারা দেশের ন্যায় ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার সকল সরকারি বিদ্যালয় গুলোতে বিনামূল্য বই উৎসব আয়োজন করা হয়
আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আজকের এই ছোট ছোট শিক্ষার্থীরাই এক সময় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজে নেতৃত্ব দান করবে বলে আমি আশা রাখি, তাই শুধু পাশ করলেই হবে না তাদেরকে মানসম্মত শিক্ষা দিতে হবে আর এটাই আমাদের বঙ্গবন্ধুর কন্যা, ডিজিটাল দেশ গড়ার কারিগর, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন ও আশা।
বই উৎসব অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ারা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার অমিত দেব নাথ,কেরানীগঞ্জ উপজেলা(মডেল) এর সহকারী কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান সোহেল,কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল আমিন। বই উৎসব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আগানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ্ খুশী,দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি মাহমুদ আলমেরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু ওও সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, কেরানীগঞ্জ প্রেসক্লাব এর সাধারন সম্পাদক আলতাফ হোসেন মিন্টু,ঢাকা জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ রাসেল, ওয়ার্ড মেম্বার আব্দুর রাজ্জাক রুবেল সহ বিদ্যালয়ের শিক্ষক /শিক্ষিকা ও শিক্ষার্থীদের অভিভাবকরা অনুষ্ঠান উপস্থিত ছিলেন ।
আরো পড়ুন,নুরকে হত্যার চেষ্টা করছে আওয়ামীলীগ,বিএনপির যুগ্ম মহাসচিব খোকন