শীতকালীন ছুটি ভোগ করবে না জবির কর্মকর্তা ও কর্মচারীরা

অপূর্ব চৌধুরী, জবি প্রতিনিধি:

মহান বিজয় দিবস, শীতকালীন ছুটি এবং যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন ১৫ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ১২দিনের ছুটি ঘোষণা করলেও সেই ছুটি পাচ্ছেন না বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও দপ্তরের কর্মকর্তা

কর্মচারীরা। রবিবার (১৫ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে শিক্ষার্থীদের ভর্তি চলমান থাকায় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন আগামী ১১ জানুয়ারি, ২০২০ তারিখ হওয়ার প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরসমূহের প্রধান, কর্মকর্তা ও কর্মচারীগণ শীতকালীন ছুটি ভোগ করবেন না। উল্লেখ্য, ১৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া শীতকালীন ছুটি শেষে ২৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা যথারীতি শুরু হবে।

নিউজ ঢাকা

আরো পড়ুন,বুড়িগঙ্গা দূষন মুক্ত করতে কেরানীগঞ্জ তীরে বিআইডাব্লিউটির অভিযান

Check Also

স্কাউটস বন্যা ও ঘুর্ণিঝড়

কিশোরগঞ্জে স্কাউটস এর বন্যা ও ঘুর্ণিঝড় পরবর্তি উদ্ধার অভিযান প্রশিক্ষণ

কিশোরগঞ্জের মিঠামইনে ‘‘যথাযথ প্রস্তুতি, দুর্যোগে কমাবে ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চলমান ৩য় জাতীয় দুর্যোগ …