শীতকালীন ছুটি ভোগ করবে না জবির কর্মকর্তা ও কর্মচারীরা

অপূর্ব চৌধুরী, জবি প্রতিনিধি:

মহান বিজয় দিবস, শীতকালীন ছুটি এবং যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন ১৫ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ১২দিনের ছুটি ঘোষণা করলেও সেই ছুটি পাচ্ছেন না বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও দপ্তরের কর্মকর্তা

কর্মচারীরা। রবিবার (১৫ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে শিক্ষার্থীদের ভর্তি চলমান থাকায় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন আগামী ১১ জানুয়ারি, ২০২০ তারিখ হওয়ার প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরসমূহের প্রধান, কর্মকর্তা ও কর্মচারীগণ শীতকালীন ছুটি ভোগ করবেন না। উল্লেখ্য, ১৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া শীতকালীন ছুটি শেষে ২৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা যথারীতি শুরু হবে।

নিউজ ঢাকা

আরো পড়ুন,বুড়িগঙ্গা দূষন মুক্ত করতে কেরানীগঞ্জ তীরে বিআইডাব্লিউটির অভিযান

Check Also

সুইডেনে উচ্চ পর্যায়ের বৈঠকে বিএনপি প্রতিনিধি দল

সুইডিশ পার্লামেন্টারি ফরেইন অ্যাফেয়ার্স কমিটির ডেপুটি লটা জনসন ফরনার্ভ এবং মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন …