সামাজিক সংগঠন শিক্ষা অনির্বাণ এর সবুজ স্কুল কর্মসূচী সফলতার সাথে শেষ হলো আজ।
কেরাণীগঞ্জের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে সবুজায়ন করার লক্ষে প্রতিটি স্কুলে পর্যাপ্ত পরিমানে বৃক্ষ রোপন ও পরিবেশকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিয়েছেন সংগঠনটি। এসো সবুজস্কুল গড়ি এই শ্লোগানকে সামনে রেখে এ কর্মসূচী নিয়ে এগিয়ে যেতে চান এ সংগঠনটি।
এ সম্পর্কে জানতে চাইলে সংগঠনের উদ্যোক্তা মিজানুরেরহমান সবুজ এবং শাহরিয়ার সুমন বলেন :
সারাদেশে মোট ১০০টি সবজ ইশকুল গড়ি’ নামে প্রকল্প হাতে নিয়েছি আমরা। তারই ধারাবাহিকতায় কেরাণীগঞ্জ শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং বাগান তৈরি করে “শিক্ষা অনির্বাণ”। “আমাদের এই মহৎ উদ্দেশ্য সফল করতে সকলেই “শিক্ষা অনির্বাণ ” এর সাথে থাকবেন।
কর্মসূচী সফল করার লক্ষে বৃহস্পতিবার শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপনের মধ্য দিয়ে তারা তাদের এ কার্যক্রমের যাত্রা শুরু করেন। একই সাথে ওই বিদ্যালয়ে দিনব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিচালনা করেন এ সংগঠনের উদ্যোক্তারা।
সংগঠনের উদ্যোক্তা মিজানুর রহমান সবুজ ও শাহরিয়ার সুমনের নেতৃত্বে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠান প্রধান গোলাম হোসেন সোহেল,দক্ষিণ কেরাণীগঞ্জথানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিরাজুর রহমান সুমন, থানা মহিলা যুবলীগ নেত্রী তানিয়া শেখ, শাহ সেলিম আহম্মেদ বাবু, আকতারুজ্জামান রুবেল, আরিফুল ইসলাম,ইমরান হোসেন ইমু,মো.অনিক,নাহিদ হোসেন,সুজন আহম্মেদ বুলেট,পলাশ দাস প্রমুখ ।
আরো পড়ুন: আড়াই লাখ টাকায় ধর্ষন