শিক্ষা অনির্বাণ এর বিনামূল্য রক্তের গ্রুপ ও ডায়াবেটিকস পরীক্ষা কর্মসূচী সফলতার সাথে সুন্দর ভাবে শেষ হয়েছে।
২০ ই জানুয়ারি রোজ শনিবার কেরানীগঞ্জের চুনকুটিয়াতে ঝিলমিল হাসপাতালে সকাল ৯.৩০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত শিক্ষা অনির্বাণ এর এ কর্মসূচি চলে।
রক্তের গ্রুপ ও ডায়াবেটিকস নির্নয় করতে আগ্রহীরা সকাল থেকেই আগ্রহ নিয়ে হাসপাতাল আসতে শুরু করে।
সেবা নিতে আশা কয়েক জনের সাথে কথা বললে তারা উদ্দ্যোগের প্রশংসা করেন। এবং আগামীতেও এই ধরনের কর্মসূচী অব্যাহত রাখার জন্য আহব্বান জানান।
শিক্ষা অনির্বাণের উদ্দ্যোক্তা মিজানুর রহমান সবুজ এবং শাহরিয়ার সুমনের সাথে কথা বললে তারা জানান, মূলত সমাজের অসহায় এবং গরীব দু:খীদের পাশে দাড়ানোর জন্য ই আমাদের শিক্ষা অনির্বাণ। আলহামদুলিল্লাহ আমাদের প্রথম কর্মসূচি সফল করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আগামীতে এই ধরনের আরো কর্মসূচী আমরা পালন করবো।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন : আক্তারুজ্জামান রুবেল, রাজু অাহমেদ, সানমুন অাহমেদ, রিশাদ অনিক, নাহিদ, সুজন অাহমেদ বুলেট, ইমরান হোসেন ইমু, শেখ ফরিদ, জোসনা কবির,শেখ তানিয়া আজিজ, সীমা মন্ডল, ইসরাত সাদিয়া, রাজন শেখ, রাকিবুল ইসলাম সোহাগ, ইসতিয়াক, আঞ্জুমান আরা রুবী। এছাড়া কেরানীগঞ্জের বিশিষ্ট সাংবাদিক আলী ইউসুফ ও উপস্থিত ছিলো।
উল্লেখ্য শিক্ষা অনির্বাণ এর এই কর্মসূচীতে প্রায় দুই শতাধিক ব্যক্তির রক্ত ও ডায়াবেটিকস পরীক্ষা করা হয়।
আরো পড়ুন : পুলিশের মহানুভবতা।