শারদীয় দুর্গাপূজায় মাত্র ৩ দিনের ছুটি ঘোষণা জবিতে

অপূর্ব চৌধুরী, জবি প্রতিনিধি :আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আগামী ৬অক্টোবর (রবিবার ) থেকে ৮ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত ৩ দিন ছুটি ঘোষণা করা হয়েছে।

উক্ত ৩ দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইন্সটিটিউটের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে সেই সাথে প্রশাসনিক এবং একাডেমিক দফতরসমূহ ও বন্ধ থাকবে।


শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে আগামী ৯ অক্টোবর (বুধবার) থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় সকল ক্লাস, পরীক্ষা, প্রশাসনিক এবং একাডেমিক দফতরসমূহের কার্যাবলী যথারীতি শুরু হবে।

আজ ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্যসমূহ জানানো হয়।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৪ বছর পার হয়ে গেলেও এবারই সর্বপ্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পূজা কমিটির উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহোযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে শারদীয় দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতি চলছে।

নিউজ ঢাকা

আরো পড়ুন,পুরান ঢাকায় এসি বিস্ফোরনে দগ্ধ ৩ শ্রমিক

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বাহারছড়ায় জমির বিরোধে সাংবাদিকদের প্রতিপক্ষ সন্দেহ করে মারধর; উভয় পক্ষের আহত-৩

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফে বাহারছড়া ইউপির বাইন্না পাড়া এলাকায় বিরোধীয় জমির মালিক পক্ষ ও ৩জন …

error: Content is protected !!