আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সদরঘাট লঞ্চ টার্মিনালে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃক নৌ পথে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা লক্ষ্যে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
যাত্রীদের লঞ্চে উঠা নামায় সহযোগিতাসহ তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সার্বক্ষণিক মাইকিং করা হচ্ছে। সদরঘাট ফায়ার স্টেশনের কর্মী বাহিনী এ কাজে নিরলসভাবে নিয়োজিত রয়েছেন।
সদরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জনাব শামস আরমান জানিয়েছেন, মহাপরিচালক মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের অগ্নি নিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তা প্রদানে তারা বদ্ধ পরিকর।
এছাড়া অারো জানা গেছে, ১৮/৮/২০১৮ হতে শুরু হয়ে আগামী ২৬/৮/২০১৮ তারিখ পর্যন্ত তারা তাদের সেবা চালিয়ে যাবেন বলে জানানো হয়।