র‍্যাব – ১০ এর অভিযানে মহিলা সহ ২ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

১৭ সেপ্টেম্বর ( মঙ্গলবার ) দুপুর ১২.২৫ টায় র‌্যাব-১০ এর এক বিশেষ অভিযানে মহিলা সহ ২ জন ইয়াবা ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব – ১০,সিপিসি – ২, কেরানীগঞ্জ ক্যাম্পের দায়িত্বরত ডিএডি বদিউল আলম।

এসময় তিনি আরো জানান র‍্যাব – ১০,সিপিসি -২, কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন পূর্ব রসূলপুর কামাল খান টাওয়ারের সামনে থেকে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ইয়াবা ব্যবসায়ী ১) রুবি (২৬), স্বামী- মোঃ আসলাম, পিতা-আবুল কাশেম, সাং- নতুন পল্লান পাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার, এ/পি- সাং আমবাগিচা সাইদ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া থানা- দক্ষিন কেরানীগঞ্জ জেলা-ঢাকা, ২) মোঃ আসলাম (৩২),পিতা- মোঃ রফিক, সাং রুননী থানা- নড়িয়া জেলা- শরিয়তপুর এ/পি- সাং আমবাগিচা সাইদ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া থানা- দক্ষিন কেরানীগঞ্জ, জেলা – ঢাকা কে ৭৫০ পিস ইয়াবা ও ৩টি মোবাইল ফোন এবং নগদ ৪৫০০ টাকা সহ হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ।

নিউজ ঢাকা

আরো পড়ুন,কেরানীগঞ্জে কর্মচারীকে ফাঁসাতে গিয়ে নিজেই ফাঁসলেন ইউনিয়ন মেম্বার

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

ধলেশ্বরীতে অবৈধ ড্রেজার বসিয়ে চলছে বালু আনলোডিং; হুমকির মুখে তীর রক্ষায় ব্যবহৃত জিও ব্যাগ

কোনো ধরনের অনুমতি ছাড়াই কেরানীগঞ্জে ধলেশ্বরী তীরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ড্রেজার মেশিন দিয়ে আশে পাশের …

error: Content is protected !!