র‍্যাব ১০ এর অভিযানে ধারালো অস্ত্র সহ ৩ ডাকাত গ্রেফতার

২৪ ই আগস্ট রাত ১১.৩০ মিনিটে র‍্যাব ১০,সিপিস -২ কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্ব ঢাকার শ্যামপুর থানাধীন জুরাইন ঢাকা – মাওয়া মহাসড়কের পাশে প্রগতি স্টিল মিলের সামনে পাকা রাস্তা পাশে অন্ধকারের মধ্যে গোপন সংবাদ অভিযান পরিচালনা করে ৩টি ধারালো অস্ত্র ও ৩টি মোবাইল এবং নগদ ১১হাজার টাকা সহ ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফরতারকৃত ডাকাতরা হলেন ১) আকতার হোসেন সুমন (৩৫),পিতা – মৃত রবিউল্লাহ,৩১৯/২, সাং-জুরাইন টাওয়ার, জুরাইন রেইলগেইট, থানা – শ্যামপুর, ডিএমপি,ঢাকা
২) মোঃ খলিল (৪০), পিতা – মৃত তোফাজ্জল শেখ, সাং- লাউঘোনা, থানা – জাজিরা,জেলা- শরীয়তপুর,
এ/পি,জুরাইন ঋষিপাড়া প্রোফেসর স্যারের বাড়ির ভাড়াটিয়া, থানা – শ্যামপুর, ডিএমপি,ঢাকা
৩) আকতার হোসেন (৩০), পিতা – আলিমউল্লাহ,সাং- নন্দলা,থানা – মতলব, জেলা – চাঁদপুর, এ/পি – জুরাইন রেলগেট ব্যাপারী বাড়ির ভাড়াটিয়া, থানা – শ্যামপুর,ডিএমপি, ঢাকা।

এব্যাপারের র‍্যাব ১০, সিপিসি – ২ এর দায়িত্বরত ডিএডি মোঃ বদিউল আলম জানান গ্রেফতারকৃত ৩ জনের বিরুদ্ধ শ্যামপুর থানায় মামলা করা হয়েছে ।

মোঃ মাসুদ

নিউজ ঢাকা

আরো পড়ুন,ইটাব এর নৌ-ভ্রমণ প্রীতি সম্মেলন ২০২০ অনুষ্ঠিত

Check Also

টেকনাফ সীমান্তে ফের আতঙ্ক

টেকনাফ সীমান্তে গোলাগুলির শব্দে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে কক্সবাজারের টেকনাফ অঞ্চলে। সকাল থেকে একটানা বিকট …