র‍্যাবের অভিযানে ইয়াবা ও গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কেরানীগঞ্জে ইয়াবা ও গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন – ১০,সিপিসি – ২।এবিষয় কেরানীগঞ্জ ক্যাম্পের দায়িত্বরত ডিএডি বদিউল আলম জানান গতকাল ২৫ ফেব্রুয়ারি র‌্যাব-১০ সিপিসি-২,কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৩ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন ১) মোঃ ইয়াছিন (৩৫), পিতা-মৃত মাইন উদ্দিন বেপারী, সাং-পয়সাগ্রাম, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ, এ/পি- শুভাঢ্যা পশ্চিম পাড়া মামুন এর বাড়ীর ভাড়াটিয়া, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা, ২) মোঃ ফালান মাতবর (৩০), পিতা-মৃত পুনাই মাতবর, সাং-কাজীরহাট, থানা-জাজিরা, জেলা- শরিয়তপুর এ/পি- শুভাঢ্যা পশ্চিম পাড়া সুমন মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা, ৩) মোঃ পারভেজ হোসেন (২৯), পিতা-মৃত আমীর হোসেন, সাং- শুভাঢ্যা পশ্চিম পাড়া চেরাগ আলীর বাড়ী, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা।

অভিযানের সময় ৩০৫ পিছ ইয়াবা,৫০০ গ্রাম গাঁজা ও ৫ টি মোবাইল ফোন এবং নগদ-১৫০০ টাকা সহ তাদের কে গ্রেফতার করা হয়।

অভিযানে গ্রেফতার হওয়া আসামীদের বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

নিউজ ঢাকা

আরো পড়ুন,কেরানীগঞ্জে অবৈধ পানির কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা

Check Also

টেকনাফ সীমান্তে ফের আতঙ্ক

টেকনাফ সীমান্তে গোলাগুলির শব্দে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে কক্সবাজারের টেকনাফ অঞ্চলে। সকাল থেকে একটানা বিকট …