রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ অালী সরদারের দাফন সম্পন্ন

ইসমাইল হোসেন টিটু: গোপালগঞ্জের মুকসুদপুর মোচনা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ অালী সরদারকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন বাংলাদেশ সশস্ত্রবাহিনী।

বৃহস্পতিবার বিকাল তিনটায় মুকসুদপুর উপজেলা গুনহার সাদেক মল্লিক স্মৃতি উচ্চ বিদ্যালয়ে মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক,এ জিহাদুর রহমান জিহাদের পিতার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন,মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম সিকদার, যুগ্মসাধারণ সম্পাদক, এম এম মহিউদ্দিন আহমেদ মুক্ত এবং আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিক সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য ,সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী ,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ এবং ডিবিসি চ্যানেলের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী শোক প্রকাশ করেন ।

উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৭টার সময় সিএমএইচ হাসপাতাল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইহে রাজিউন,

নিউজ ঢাকা

আরো পড়ুন,পুরান ঢাকায় এসি বিস্ফোরনে দগ্ধ ৩ শ্রমিক

Check Also

সুইডেনে উচ্চ পর্যায়ের বৈঠকে বিএনপি প্রতিনিধি দল

সুইডিশ পার্লামেন্টারি ফরেইন অ্যাফেয়ার্স কমিটির ডেপুটি লটা জনসন ফরনার্ভ এবং মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন …