রাজবাড়ী গোয়ালন্দে বিপুল পরিমান ফেন্সিডিলসহ দুইজন গ্রেফতার

শেখ রনজু আহাম্মেদ.রাজবাড়ী প্রতিনিধি ঃরাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে শুক্রবার বিকেলে ৫৬০ বোতল ফেন্সিডিলসহ দুই জনকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এসময় ফেন্সিডিল বহনকারী পিকআপ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার দর্শনা আজমপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে নয়ন (২৬) ও আকন্দ বাড়িয়া গ্রামের হায়াত আলীর ছেলে স্বপন হোসেন (১৮)।
শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল আড়াইটার দিকে দৌলতদিয়া ঘাট এলাকায় একটি চানাচুর বোঝাই পিকআপে (নং ঝিনাইদহ ন-১১-০১২৬) তল্লাশি করে ৫৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী নয়ন ও পিকআপ চালক স্বপনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নয়নের বিরুদ্ধে পূর্বের আরো তিনটি মাদক মামলা রয়েছে।

নিউজ ঢাকা

আরো পড়ুন,কেরানীগঞ্জে হত্যাকান্ডের দেড় মাস পরে রহস্য উদঘাটন

Check Also

সুইডেনে উচ্চ পর্যায়ের বৈঠকে বিএনপি প্রতিনিধি দল

সুইডিশ পার্লামেন্টারি ফরেইন অ্যাফেয়ার্স কমিটির ডেপুটি লটা জনসন ফরনার্ভ এবং মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন …