রাজবাড়ীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শেখ রনজু আহাম্মেদদ রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার সকাল ৮ টায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা, দলীয় ও সহযোগী সংগঠনের পতাকা উত্তোলণ করে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।

এরপর দলীয় কার্যালয়ের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার বক্তৃতা করেন।

এরপর বিকেলে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা আওয়ামী লীগ।

নিউজ ঢাকা

আরো পড়ুন,নরসিংদীতে ধর্ষণের শিকার ১১ বছরের শিশু

Check Also

সুইডেনে উচ্চ পর্যায়ের বৈঠকে বিএনপি প্রতিনিধি দল

সুইডিশ পার্লামেন্টারি ফরেইন অ্যাফেয়ার্স কমিটির ডেপুটি লটা জনসন ফরনার্ভ এবং মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন …