যুদ্ধবিরতি না হলে সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

যুদ্ধবিরতি না হলে সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

গাজায় যুদ্ধবিরতি না হলে যুক্তরাজ্য সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) অধিবেশনের আগেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার।

বিবৃতিতে বলা হয়, সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠানে জাতিসংঘ সাধারণ অধিবেশনের আগেই যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে। তবে এর জন্য শর্ত হলোইসরাইলকে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে, অধিকৃত পশ্চিম তীর দখলের পরিকল্পনা বাদ দিতে হবে এবং দ্বি-রাষ্ট্র সমাধানের পথে এগোতে হবে।

স্টারমার আরো বলেন, ‘ইসরাইল ও হামাসের মধ্যে কোনো সমতুল্যতা নেই। হামাসকে অবশ্যই সকল জিম্মিকে মুক্তি দিতে হবে, অস্ত্র পরিহার করতে হবে এবং গাজার প্রশাসনে তাদের কোনো ভূমিকাই থাকবে নাএই দাবিগুলো আমরা আগের মতোই জোর দিয়ে জানাচ্ছি।’

ইউরোপীয় ইউনিয়ন নেতৃত্বাধীন একটি খসড়া শান্তি উদ্যোগ ও গাজায় বাড়তি মানবিক সহায়তা পাঠানোর বিষয়েও এ বৈঠকে আলোচনা হয়। জাতিসংঘ ইতোমধ্যে গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করেছে।

এ পর্যন্ত যুক্তরাজ্যের কোনো সরকারই নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে এমনভাবে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির কথা বলেনি। তাই স্টারমারের এই ঘোষণা যুক্তরাজ্যের নীতিগত অবস্থানে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

ইসরাইলের প্রতিক্রিয়া

ইসরাইল যুক্তরাজ্যের এই ঘোষণার কড়া সমালোচনা করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একে ‘হামাসকে পুরস্কার দেওয়া’ বলে উল্লেখ করে বলেছে, এতে গাজায় যুদ্ধ শেষ করার কূটনৈতিক প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হবে। এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত ওই বিবৃতিতে দাবি করা হয়, যুক্তরাজ্যের পদক্ষেপ নতুন করে যুদ্ধবিরতির সম্ভাবনাও ধ্বংস করবে। উল্লেখ্য, সর্বশেষ যুদ্ধবিরতি মার্চে ইসরায়েলই ভেঙে দিয়েছিল।

ফিলিস্তিনের প্রতিক্রিয়া

যুক্তরাজ্যে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত হুসাম জোমলট বলেন, যুক্তরাজ্যের স্বীকৃতি একটি ‘ঐতিহাসিক ও নৈতিক গুরুত্ব’ বহন করে। তিনি বলেন, ‘এটি সেই উপনিবেশিক যুগের বেলফোর ঘোষণার অন্যায়ের প্রতিকারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেখানে ব্রিটেন ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থন জানিয়েছিল এবং ফিলিস্তিনিদের অধিকারকে অস্বীকার করেছিল।’

ফিলিস্তিনি রাষ্ট্রদূত হুসাম জোমলট বলেন, এই স্বীকৃতি অবশ্যই ন্যায়বিচার ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে একটি বড় রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হতে হবে। এর সঙ্গে সঙ্গে গাজায় গণহত্যা বন্ধ, পুনর্গঠন এবং যুদ্ধাপরাধের দায়ে জবাবদিহি নিশ্চিত করতে হবে।

আরোও পড়ুনঃ শহীদ মিনার থেকে সরলো ছাত্রদলের সমাবেশ, ধন্যবাদ দিলো এনসিপি 

এম. আর. এইচ 

Check Also

আওয়ামী লীগ পুনর্বাসনে আমি কাজ করছি না: কাদের সিদ্দিকী

আওয়ামী লীগ পুনর্বাসনে আমি কাজ করছি না: কাদের সিদ্দিকী

আমি  আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না বলে জানিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, …