আইজিপি

মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেফতার নয়: আইজিপি

অপরাধের সঙ্গে জড়িত না থাকলে পাইকারিভাবে কাউকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নবনিযুক্ত আইজিপি।

আইজিপি বলেন, নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে, বাণিজ্য হচ্ছে, প্রতারণা হচ্ছে, ৫ আগস্ট ঘিরে এসব হচ্ছে। পাইকারিভাবে গ্রেপ্তার করা যাবে না।

৫ আগস্ট পরবর্তী পুলিশ সংস্কার কমিশনের জনমত জরিপে পুলিশের গায়েবি হামলা, মিথ্যা মামলা, অনৈতিক কার্যক্রমগুলোর বিষয় উঠে এসেছে। এখনো অনেক মিথ্যা মামলা হচ্ছে। যেসব মামলায় যে জড়িত না তিনিও আসামি হচ্ছেন, চাঁদাবাজির অভিযোগ আসছে। মামলা থেকে তাদের নিষ্কৃতি বা উদ্ধার চেষ্টাও দেখা যাচ্ছে না।

বাহারুল আলম বলেন, নিরীহ মানুষকে হয়রানি করা,  বৈষম্যবিরোধী আন্দোলনের পরে উদ্ভূত পরিস্থিতিতে অনেক মামলা হয়েছে। আসামিও অনেক। তাদের অনেকে নিরীহ বলেও গণমাধ্যমে উঠে আসছে। এগুলোকে কেন্দ্র করে অনেকে বাণিজ্য করছেন। তারা কিন্তু এই সমাজের প্রভাবশালী লোক। তারা নিরীহদের নানা প্রলোভনে প্রতারিত করছেন।যদি মামলার আসামি করা হয়, তাকে ধাওয়া করে গ্রেফতারে যাবো না। জনগণের সঙ্গে পুলিশকে বিনয়ী আচরণ করতে হবে।

তিনি বলেন, সমাজে অনেক প্রভাবশালী ব্যক্তি মামলা বাণিজ্য করছে। কেউ ইচ্ছা করে মিথ্যা মামলা দায়ের করলে তাকে বিচারের মুখোমুখি করা হবে।

আইজিপি বলেন, জুলাই আগস্টের হত্যাকাণ্ডে যেসব পুলিশ কর্মকর্তা জড়িত ছিল তারা কেউ দায় এড়াতে পারবে না, আইনগতভাবেই তাদের বিচারের মুখোমুখি করা হবে।

আইজিপি আহ্বান জানিয়ে বলেন, কেউ প্রতারিত হবেন না, যদি মনে করেন নিজের কোনো ইন্ধন বা সংশ্লেষ নেই, তাহলে সরাসরি পুলিশের কাছে আসুন। আমরা বিনা যুক্তিতে বা তদন্ত ছাড়া পাইকারি হারে গ্রেপ্তার করব না। মামলা থাকলেই বা নাম থাকলেই গ্রেপ্তার করতে হবে আইনেও তা নেই। এটা যুক্তিসংগত কারণ থাকতে হবে যে আপনি জড়িত বা অপরাধী।

তিনি বলেন, ‘পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হলে জনবান্ধব পুলিশ বাহিনী হয়ে উঠবে বিশ্বাস আমার।’

আইজিপি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পুলিশ বাহিনী কাজ করছে।

পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার হতে দেওয়া হবে না বলেও জানান আইজিপি বাহারুল আলম।

আরোও পড়ুনঃ স্ত্রীর শাড়ি পুড়িয়ে ভারতীয় পণ্য বর্জনের ‘ডাক’ রিজভীর

Check Also

রিজভী

ভারত শেখ হাসিনার পতন মেনে নিতে পারছে না: রিজভী

শেখ হাসিনার পতন কোনোভাবেই মানতে না পেরে ভারত রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য …