মীর মারুফ তাসিনঃ সন্ত্রাসবাদ ও চরমপন্থা প্রতিরোধ সেমিনার অংশগ্রহণ করেছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি ছাত্রছাত্রীরা ফার্মেসী ডির্পাটমেন্টের সদস্য আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে সন্ত্রাসবাদ ও চরমপন্থা প্রতিরোধে সেমিনারে মানারাত ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি চারজন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি ব্র্যাক ইউনির্ভাসিটি অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রীদের প্রতিনিধি হলো আব্দুল কাদের মজুমদার (বিপিএম) মিনহুাজুল হক (বিপিএম) সাদিয়া শারমিন তানিয়া (বিপিএম) সামিয়া জাহান মণি (বিপিএম) সমাজ থেকে সহিংসতা ও সন্ত্রাসবাদ হ্রাস করা ।
আমাদের দেশের ছাত্রছাত্ররী এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । এতে মার্কিন রাষ্টদূত অস্ট্রেলিয়ার হাইকমিশনার, ব্রিটিশ উপকমিশনার ,ব্র্যাক ইউনির্ভাসিটি ভাইস চ্যালেন্সর ডিআইজি,এসপি,অতিরিক্তি পুলিশ সুপার,ডিজিএফআইয়ের উচ্চপদস্থ কর্মকর্তা,বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও সংগঠন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন,ঘন কুয়াশার কারনে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল বন্ধ