গলায় আটকে যাওয়া মাছের কাটা সহজ উপায়ে বের করুন

মাছ দিয়ে ভাত খাবার সময় গলায় মাছের কাটা আটকায়নি এমন বাঙালি বোধহয় খুজে পাওয়া যাবে না।

কাটা গলায় বিধলে শুরু হয় অস্বস্তি। শুরু হয় নানা প্রচেষ্টা গলা থেকে কাটা বের করার জন্য। শুকনো ভাত খেলেন, কলা খেলেন। কিন্তু কোন কিছুতেই লাভ হচ্ছে না ??  নিচের এই উপায় একবার ট্রাই করুন। দেখবেন গলায় আটকানো মাছের কাটা বের হবেই নিশ্চিত।

কোল্ড ড্রিংস হচ্ছে গলায় আটকে যাওয়া মাছের কাটা নামানোর আধুনিক পদ্ধতি। গলায় কাটা বিধার সাথে সাথে কোল্ড ড্রিংস পান করলে তা সাথে সাথে নরম হয়ে নেমে যায়।

গলায় আটকানো মাছ এর কাটা নামানো যায় সাদা ভাত দিয়ে খুব সহজে। এ জন্য আপনাকে ভাতকে ছোট ছোট বল বানিয়ে নিতে হবে। তারপরে পানি দিয়ে তা গিলে ফেলতে হবে।

খুব সহজেই এতে আপনার গলার কাটা নেমে যাবে। তবে মনে রাখতে হবে বল না বালিয়ে শুধু ভাত খেলে কাটা নামবে না।

গলায় মাছের কাটা আটকে গেলে গরম পানি পান করুন। পারলে হালকা গরম পানির সাথে সামান্য লবন মিশিয়ে পান করুন। এতে আটকে যাওয়া কাটা নরম হয়ে নেমে যাবে।

লেবু ও ভাল কাজ করে মাছ এর কাটা নামাতে। গলায় মাছ এর কাটা নামাতে একটুকরা লেবুতে নুন মাখিয়ে চুষে খান । দেখবেন কাটা নরম হয়ে নেমে যাবে নিমিষেই।

গলায় বিধেছে কাটা ?? তা হলে দেড়ি না করে একটু অলিভ অয়েল খান। এতে কাটা পিছলিয়ে নেমে যাবে।

পানির সাথে ভিনেগার মিশিয়ে পান করলেও গলায় আটকে থাকা মাছের কাটা নেমে যায় সহজেই।

 

আরো পড়ুন: জনসেবার নামে প্রতারনা করছে এই মেয়েরা।

 

 

Check Also

বিজয় দিবস উপলক্ষে কেরানীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট: কেরানীগঞ্জ (ঢাকা): মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে কেরানীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। …