চোলাই মদ

কেরানীগঞ্জে চোলাই মদ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জে শাক্তা ইউনিয়ন থেকে চোলাই মদ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। ১৩ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে বুড়িগঙ্গার শাখা নদী সংলগ্ন  দক্ষিন বালুচরের শেষ মাথা নবাবচের খুটা শিশা ফেক্টরী সংলগ্ন স্থান  থেকে ২০ ড্রাম চোলাই মদ উদ্ধার করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো: আবু ছালাম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দক্ষিন বালুচর এলাকায় একটি চক্র চোলাই মদ তৈরী করে বিক্রি করে আসছিলো। এই সংবাদের প্রেক্ষিতে আজ দুপুরে দক্ষিন বালুচর এলাকায় আমরা অভিযান চালাই। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে যায়। তবে সেখান থেকে ২০ ড্রাম চোলাই মদ ও মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে


চক্রের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আরো জানায় পুলিশের এই কর্মকর্তা।

এ বিষয়ে জানতে চাইলে শাক্তা ইউনিয়ন চেয়ারম্যান হাজী হাবিবুর রহমান বলেন, দক্ষিন বালুচরের শেষ মাথা নবাবচের খুটা শিশা ফেক্টরী সংলগ্ন স্থান মাদকের কেনা বেচা হয় এমন খবর পেয়ে আমরা থানায় খবর দিলে পুলিশ এসে উক্ত স্থানে অভিযান চালায়।

Check Also

বুড়িগঙ্গা নদী তে লঞ্চ ডুবে ৩৪ জনের মৃত্যু: ৪ বছরেও শেষ হয়নি বিচার

বুড়িগঙ্গা নদী তে লঞ্চ ডুবে ৩৪ জনের মৃত্যু: ৪ বছরেও শেষ হয়নি বিচার

২০২০ সালে ২৯ জুন সদরঘাটের শ্যামবাজার এলাকায় বুড়িগঙ্গা নদী তে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চ ‘মর্নিং …