জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জবিসাস)।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবির হুমু ও যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাঈল হোসাইনের নেতৃত্বে সমিতির সদস্যরা ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এসময় জবি সাংবাদিক সমিতির দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান জোবায়ের, কার্যনির্বাহী সদস্য হারুনুর রশিদ, সদস্য সোহাগ রাসিফ, সাঈদ মাহাদি সেকেন্দার, আশিকুজ্জামান আশিক, সাগর হোসেন, জয়নুল হক, মিনার আল হাসান, রায়হান আহমেদ, রকি আহমেদ, আশিকুল ইসলাম, শাহিনুল ইসলাম সাগর, আব্দুল্লাহ আলম নুর, ফারদিন নিরব উপস্থিত ছিলেন।
এদিকে এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১মিনিটে উপাচার্য এর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নেতৃত্বে শিক্ষকরা শ্রদ্ধা জানান। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, শাখা ছাত্রলীগ, শাখা ছাত্র ইউনিয়ন, শাখা ছাত্র অধিকার পরিষদ, বিভিন্ন বিভাগ ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
আরো পড়ুন,কেরানীগঞ্জে র্যাবের হাতে মুক্তিপন চক্রের ৪ সদস্য গ্রেফতার