বুড়িগঙ্গা নদীতে রিপিয়ারিং কাজ করার সময় বরিশালগামী লঞ্চে আগুন লেগে ৮ কেবিনের মালামাল পুড়ে ছাই

বুড়িগঙ্গা নদীর দক্ষিন প্রান্তে তেলঘাট ডগইয়ার্ড এলাকায় মঙ্গলবার দুপুড়ে এম ভি ঝান্ডা-২ নামের একটি বরিশালগামী একটি লঞ্চের তৃতীয় তলায় রিপিয়ারিং কাজ করারসময় আগুন লেগে ৮ কেবিন পুড়ে যায়।

খবর পেয়ে বিআইডব্লিউটিএ ও সদরঘাট ফায়ারসার্ভিসের ৩ টি ইউনিট ঘটনা স্থালে পৌছে প্রায় ৫০ মিনিটের চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। লঞ্চটি রিপিয়ারিং কাজ করার সময় দুপুরে ওয়েলডিং থেকেআগুনের ফুর্কা কেবিনের তোশকে পড়ায় আগুনের সুত্রপাত ঘটে। এতে ¶তির পরিমান তদান্তিন রয়েছে।

ঢাকা নদী বন্দর যুগ্ম পরিচালক একে এম আরিফ উদ্দিন ও সদর ঘাট নৌ পুলিশ থানারওসি আব্দুর রাজ্জাক জানায় লঞ্চটি রিপিয়ারিং কাজ করার সময় দুপুরে ওয়েলডিং থেকেআগুনের সুত্রপাত হয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এতে করে কোন প্রকার হতা-হত বাবড় ধরনের ক্ষতি সাধন হয়নি বলে জানা গেছে। লঞ্চটি ঢাকা ও বরিশালের রাঙাবালি নৌরুটে চলাচল করতো। বুড়িগঙ্গা নদীর দক্ষিন প্রান্তে কেরানীগঞ্জের তেলঘাট ডগইয়ার্ডেগত তিনদিন ধরে লঞ্চটির রিপিয়ারিং কাজ চলছিলো বলে কাশেম নামের লঞ্চের শ্রমিক জানান।

এ.এইচ এম সাগর

নিউজ ঢাকা

আরো পড়ুন,জবির ‘ল্যান্ড ল ক্লাবের’ উদ্যোগে আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা

Check Also

বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলবাহী ট্রলারে ভয়াবহ আগুনের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে …