বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় খেয়া নৌকা ডুবি, নিখোঁজ ৪

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের পাশে ওয়াজঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবি ঘটনায় ৪ জন নিখোজ রয়েছে।  রবিবার রাত আটটার দিকে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাতে ওয়াজঘাট এলাকা থেকে ৬ জন যাত্রী নিয়ে একটি খেয়া নৌকা কেরানীগঞ্জের কালিগঞ্জ ঘাটের দিকে আসতে ছিলো।

খেয়া নৌকাটি বুড়িগঙ্গা নদীর মাঝ বরাবর আসলে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে  একটি লঞ্চ পিছনের দিকে বেগার দেয়। এ সময় খেয়া নৌকাটি লঞ্চের পিছনে থাকায় ঢেউয়ের ।

ঘটনার সাথে সাথে আশে পাশের অন্য নৌকা চলে এলে মাঝিসহ তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়। বাকি ৪ জন পানির নীচে তলিয়ে যায় বলেও তারা জানান।

সদরঘাট নৌ ফাড়ির ওসি রেজাউল করিম ভুইয়া জানান, ঘাটে থাকা একটি লঞ্চ স্টার্ট দিলে লঞ্চের পিছনে থাকা একটি খেয়া নৌকা ডুবে যায়। নৌকায় মাঝিসহ ৭ জন যাত্রী ছিলো, আশপাশের নৌকা তাৎক্ষনিক ৩ জনকে উদ্ধার করতে পারলেও বাকীরা পানির নীচে তলিয়ে যায়। নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।

নিউজ ঢাকা

আরো পড়ুন,ঢাকা পল্লী বিদ্যুৎ স‌মি‌তি অফিসের সামনে থেকে ভুয়া সত্যায়িত সিলসহ এক দোকানদার গ্রেফতার

 

 

Check Also

কেরানীগঞ্জে চারতলা ভবন থেকে পড়ে নারীর মৃত্যু

কেরানীগঞ্জে চারতলা ভবন থেকে পড়ে নারীর মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জের বনগ্রামে নিজ বাড়ির চতুর্থ তলার বেলকনি থেকে পড়ে তাহমিনা (৩৫) নামে এক নারীর …