বুড়িগঙ্গায় নৌকাডুবে যুবকের মৃত্যু

বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবে মোঃ শাওন মোল্লা (২০) নামে এক যুবকের মৃত্যুও খবর পাওয়া গেছে। নিহত যুবক শুক্রবার গভীর রাতে বুড়িগঙ্গা নদীতে পারাপারের সময় নৌকাডুবে নিখোঁজ হয়।

গতকাল শনিবার বেলা ১২ টার দিকে দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন মিরেরবাগ বরাবর নদীতে ওই যুবকের লাশ ভেসে উঠে। এলাকাবাসির সংবাদের মাধ্যমে পুলিশ খবর ঘটনাস্থলে গিয়ে যুবকের লাশ টানে তুলে সুরতহাল রিপোর্ট তৈরী কলে ময়না তদন্তের জন্য হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে শাওনের লাশ সনাক্ত করে ।

পরে নিহতের স্বজনদের দাবী অনুযায়ী পুলিশ বিনা ময়না তদন্তে তহাদের কাছে লাশ হস্তান্তর করে।

দক্ষিন কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী বলেন, নিহত যুবকের লাশ ভেসে উঠালে এলাকাবাসি থানা পুলিশকে সংবাদ দেন।

খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে নদীর পানি থেকে লাশটি টানে তুলে নিয়ে আসি। পরে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে লাশটি শনাক্ত করলে তাদের আবেদনের প্রেক্ষিতে লাশটি বিনা ময়না তদন্তে তাদের কাছে হস্তান্তর করা হয়। নিহত শাওনের পিতার নাম তানসের মোল্লা তারা পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকার বাসিন্দা।

নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা যায় শাওন বিয়ের দাওয়াতে কেরানীগঞ্জে এসে ছিলো। রাতে বাসায় ফেরার পথে নদীতে নৌকাডুবে সে নিখোঁজ থাকে।

এ ব্যাপারে দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজ ঢাকা

আরো পড়ুন,কেরানীগঞ্জে আবারো শিশু ধর্ষনের চেষ্টা ! অভিযুক্ত গ্রেপ্তার

Check Also

টেকনাফ সীমান্তে ফের আতঙ্ক

টেকনাফ সীমান্তে গোলাগুলির শব্দে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে কক্সবাজারের টেকনাফ অঞ্চলে। সকাল থেকে একটানা বিকট …