বিদেশি পিস্তল সহ কেরানীগঞ্জে র‍্যাবের হাতে গ্রেফতার ১

ঢাকার কেরানীগঞ্জে বিদেশি পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন ও ২টি মোবাইল সহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ান – র‍্যাব ১০, সিপিসি ২ টিম।

২৮ ই আগস্ট (রোজ বুধবার ) বিকেল ৫.৩০ মিনিটে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া মুসলিম নগর ইয়াজুল হকের বাড়ীর ২য় তলা পাকা বাড়ির নিচ তলা থেকে আসামি মোঃ আলামিন(২৭) কে গ্রেফতার করা হয়েছে ।

এব্যাপারে র‍্যাব – ১০ , সিপিস – ২ কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোঃ আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইকুরিয়া মুসলিম নগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে আসামি আলামিন (২৭), পিতা – মৃত ইয়াজুল হক, সাং – ইকুরিয়া মুসলিম নগর, থানা – দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা – ঢাকা কে ১ টি বিদেশি পিস্তল এবং ১টি খালি ম্যাগাজিন ও ২ টি মোবাইল সহ গ্রেফতার করা হয়েছে।

আটককৃত আলামিনের বিরুদ্ধে  দক্ষিন কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়েছে বলে জানান, র‍্যাব – ১০, সিপিসি – ২ কেরানীগঞ্জ ক্যাম্পের দায়িত্বরত ডিএডি বদিউল আলম ।

নিউজ ঢাকা

আরো পড়ুন,পুরান ঢাকার পোশাকে জবির ইসলামিক স্টাডিজ বিভাগের র‍্যাগডে উদযাপন

Check Also

৬ বছর অপেক্ষার পর আবারো নেত্রকোনা-ময়মনসিংহ রুটে বিআরটিসি দ্বিতল বাস

দিদারুল ইসলাম:   দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে পুনরায় চালু হয়েছে বিআরটিসি দ্বিতল বাস …